এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিব্যেন্দু অধিকারী কি যোগ দেবেন বিজেপিতে? কি জানালেন তিনি?

দিব্যেন্দু অধিকারী কি যোগ দেবেন বিজেপিতে? কি জানালেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক দল তৃণমূলের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। ধাপে ধাপে তিনি মন্ত্রীত্ব ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন, দল ছাড়লেন। এরপর গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন বিজেপিতে।

কিন্তু তাঁর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী এখনো তৃণমূল সাংসদ। আগামী দিনে কি দিব্যেন্দু অধিকারী যোগদান করবেন বিজেপিতে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানালেন যে, শুভেন্দু অধিকারী যা করেছেন, সেটা একান্তই তাঁর ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু, তিনি তৃণমূল সাংসদ হয়েই আছেন এবং থাকবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়া নিয়ে কোনো বক্তব্য রাখেন নি তাঁর বাবা শিশির অধিকারী।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন, এমন একটা জল্পনা দীর্ঘ সময় ধরে চলছিল। তাঁকে দলে ধরে রাখার জন্যে তাঁর সঙ্গে বৈঠক করেছিল দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর তাঁর দলে থাকার ব্যাপারে যথেষ্ট আশাবাদী হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু হাজার চেষ্টার পরও তাঁকে দলে ধরে রাখা সম্ভব হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধাপে ধাপে দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে গতকাল বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদান করে বিজেপি সরকার গঠনের ডাক দিয়েছেন তিনি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানালেন যে, তিনি তৃণমূলেই থাকতে চান।

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি জানালেন যে, শুভেন্দু অধিকারী যেটা করেছেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাঁরা একই পরিবারে আছেন। তবে তৃণমূল সাংসদ হয়েই তিনি আছেন এবং আগামী দিনেও থাকবেন। তিনি নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুগত সৈনিক বলে জানালেন। তিনি জানান আগামী দিনেও তৃণমূলে থেকে যাবেন তিনি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছেন যে, ভবিষ্যতে কি তাঁর বিজেপিতে যাবার কোন কোন রকম সম্ভাবনা আছে? তার উত্তরে তৃণমূল সাংসদ জানালেন, ” এটি অমূলক প্রশ্ন। আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট। ”

অন্যদিকে গতকাল হলদিয়ায় তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারির অফিসে ভাঙচুর চলেছিল। গতকাল সাংসদের অফিস ভাঙচুরের ঘটনায় তৃণমূল কর্মীদের একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, দলীয় অফিসে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। লোকসভার স্পিকারকে বিষয়টি তিনি জানিয়েছেন। পুলিশকেও জানিয়েছেন তিনি বিষয়টি। ক্ষতিগ্রস্থ অফিসটি আজ দেখতে যাচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!