এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বিধা-দ্বন্দ্ব অতীত, শাহের সঙ্গে বৈঠক সেরে এবার তৃণমূলের চাপ বাড়িয়ে চেনা মাঠে নামছে কানন-বৈশাখী !

দ্বিধা-দ্বন্দ্ব অতীত, শাহের সঙ্গে বৈঠক সেরে এবার তৃণমূলের চাপ বাড়িয়ে চেনা মাঠে নামছে কানন-বৈশাখী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরখানেক হলো বিজেপি দলভুক্ত হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপি দলে এলেও রাজনীতিতে তেমন একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি তাঁকে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ সফরে এসে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তাঁরা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট হয়েছেন। সেইসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে তাঁর চেনা মাঠেই নামানো হবে বলে বিশেষ বার্তা দিলেন অমিত শাহ। এমনটাই বিজেপি সূত্রের খবর।

গতকাল বৃহস্পতিবার রাতে নিউটনের এক হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক হলে শোভন-বৈশাখী জুটির। এই বৈঠকের সময় সেখানে অন্য কেউ উপস্থিত ছিলেন না। গতকাল প্রায় আধঘন্টা ধরে চলল তাঁদের এই বৈঠক। গতকালের এই বৈঠকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, রাজ্য বিজেপির অন্দরের অবস্থা ও আগামী বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শোভন চট্টোপাধ্যায় নিজের মতামত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আবার, শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূলে ছিলেন। সেসময় তিনি তৃণমূলের হয়ে দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা জেলার দায়িত্ব প্রায় এক হাতে সামলে ছিলেন। তাই এই দু’টি এলাকা তাঁর নিজের নখদর্পণে আছে। এদিকে, আবার দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনাতে এখনও যথেষ্ট দুর্বল আছে বিজেপির সংগঠন। এই এলাকা দুটিতে বিজেপি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কাজে একেবারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তিনি শোভন চট্টোপাধ্যায়কে। স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিলেন যে, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ কলকাতায় শোভন চট্টোপাধ্যায়ের পূর্বের ভূমিকা তিনি যথেষ্ট ভালোভাবেই জানেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিজেপি দলভুক্ত হলেও দলের কর্মসূচিগুলোতে তেমনভাবে উপস্থিতি ছিলনা শোভন চট্টোপাধ্যায়ের, এমনকি শোভন বাবু আবার তৃণমূলে ফিরে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যেখানে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে বরফ গলতে চলেছে বলে অনেকেই ধারণা করছেন। তাই শোভন ঘনিষ্ঠ শিবিরে খুশির হাওয়া বইতে শুরু করেছে। গতকালের বৈঠকে সম্পর্কে খুব বেশি কিছু না জানালেও তিনি যে অত্যন্ত আনন্দিত হয়েছেন সে কথা জানালেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী চট্টোপাধ্যায় জানালেন যে, বৈঠক খুব ভালো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এতটা ধৈর্যশীল নেতা তিনি খুব কম দেখেছেন। তিনি আরও জানালেন যে, তাদের সমস্ত কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভিত্তিতেই যথেষ্ট গুরুত্ব সহকারে পরবর্তী কর্মসূচি নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনেকে মনে করছেন দলে যে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এবার তা কাটতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবহারেও অত্যন্ত আনন্দিত হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন যে, তিনিই তাঁর অনুপ্রেরণা ।তাঁর কারণে আবার তিনি সক্রিয় সদস্য হয়ে উঠবেন। এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় অমিত শাহ ও শোভন চট্টোপাধ্যায়কে ফ্রেমবন্দি করার আর্জি জানালেন। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” আমার প্রিয় দুই নেতাকে চোখের সামনে একসঙ্গে পেয়ে এক ফ্রেমে ধরে রাখার লোভ সামলাতে পারিনি। আমি অমিতজির সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ছবিও তুলে নিয়েছি।”

আবার গণমাধ্যমকে বৈশাখী চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, অমিত শাহ হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তাঁকে অত্যন্ত গুরুদায়িত্ব পালন করতে হয়। কিন্তু এর পরও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বাস্তবতা সম্পর্কে তিনি যথেষ্ট খোঁজ-খবর রাখেন। যা তাঁর সঙ্গে কথা বললেই বোঝা যায়। এবার অনেকেই মনে করছেন যে, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!