এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন” – খড়্গপুরের জনসভা থেকে বিস্ফোরক প্রধানমন্ত্রী

“দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন” – খড়্গপুরের জনসভা থেকে বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি খড়্গপুরের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধা জানালেন বাংলাকে। প্রধানমন্ত্রী জানালেন, সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বাংলার মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানী রাসমনির মাটি। মানুষের উৎসাহ বলে দিচ্ছে যে, বাংলায় এবার বিজেপি সরকার গঠন করবে। এরপরেই শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি।

প্রধানমন্ত্রী জানালেন, বাংলায় মুখ্যমন্ত্রী (দিদি) উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ তাঁকে দশ বছর দিয়েছিল। কিন্তু তিনি দশ বছরে বাংলার মানুষকে দিয়েছেন কুশাসন। এখানে কেন্দুপাতা বিক্রি করতে গেলেও, দিতে হয় কাটমানি। এরপর জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন যে, এ রাজ্যের মানুষ কংগ্রেস শাসন দেখেছেন, বাম, তৃণমূলকে দেখেছেন এবার বিজেপিকে তাঁরা আশীর্বাদ দিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসল পরিবর্তন আনবে বিজেপি। রাজ্যবাসীর অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করবেন তিনি। আদিবাসীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কংগ্রেস, তারপর বাম, তারপর টিএমসি বাংলার বিকাশকে অবরুদ্ধ করে রেখেছে। তিনি জানালেন, বাংলার মাটিতে বিজেপির ১৩০ জন কর্মী শহীদ হয়েছেন। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বিজেপি।

এরপর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, তাঁদের গর্ব যে দিলীপ ঘোষের মতো একজন রাজ্য সভাপতি রয়েছেন। যিনি সন্ন্যাসীর মত জীবন কাটিয়ে লড়াই করছেন। তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছে, কিন্তু তাতে ভয় পাননি তিনি।
প্রধানমন্ত্রী জানালেন, দিলীপ ঘোষের মতো নেতাকে পাওয়া তাঁদের সৌভাগ্য, যিনি দিদির হুমকিতে ভয় পাননি। ভয়, হামলা সত্ত্বেও তিনি মাটি কামড়ে পড়ে আছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!