এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিদি বলছেন খেলা হবে, বাংলা বলছে খেলা শেষ হবে” – তৃণমূলের স্লোগানেই তৃণমূলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

“দিদি বলছেন খেলা হবে, বাংলা বলছে খেলা শেষ হবে” – তৃণমূলের স্লোগানেই তৃণমূলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ খড়্গপুরের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তৃণমূলের এক জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে খেলা হবে স্লোগানটি। মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বহু নেতা-নেত্রীর মুখে শোনা যাচ্ছে এই শ্লোগান। তৃণমূলের এই শ্লোগানকে হাতিয়ার করেই তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন মুখ্যমন্ত্রী (দিদি) বলেছেন, খেলা হবে। কিন্তু বাংলা বলছে, খেলা এবার শেষ হবে।

প্রধানমন্ত্রী জানান, এবার খেলা শেষ হবে, শুরু হবে উন্নয়ন। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর কাছে হিসাব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে তিনি ক্ষুব্ধ হন। প্রতিবাদ করলে জেলে পাঠিয়ে দেন। তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রকল্প প্রণয়ন করতে দিচ্ছেন না রাজ্যে। প্রধানমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী(দিদি) বাংলার যুবসমাজের জন্য বিন্দুমাত্র চিন্তা করেন না। কিন্তু তিনি বাংলার যুবসমাজকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, মুখ্যমন্ত্রীকে আর যুব সমাজের সঙ্গে তিনি খেলতে দেবেন না। খেলা শেষ হয়ে, এবার শুরু হবে উন্নয়ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বাংলার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছিল। কিন্তু এবার আর তাঁকে গণতন্ত্র হত্যা করতে দেবেন না। পুলিশ, প্রশাসনকে বুঝতে হবে যে, গণতন্ত্রের চেয়ে বড় কোন কিছু হতে পারে না। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তারা আস্বস্ত থাকুন যে, এবার তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন।

এরপর তিনি অভিযোগ করেন, এখন পশ্চিমবঙ্গে চলছে মাফিয়া উদ্যোগ। কংসাবতী নদীর বালি অবৈধভাবে খনন করার সঙ্গে কারা যুক্ত আছে? তা সবাই জানেন। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে নেয়া হবে কঠোর পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানান যে, দেশ এখন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের দিকে এগিয়ে চলছে। কিন্তু বাংলায় অন্যরকমের সিঙ্গেল উইন্ডো চলছে। তিনি কটাক্ষ করেছেন, বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো। যে উইন্ডো পেরোতে না পারলে, বাংলায় কিছুই হয় না।

প্রধানমন্ত্রী জানান, ৫০, ৫৫ বছর ধরে বাংলার উন্নয়ন বন্ধ হয়ে আছে। কংগ্রেস-বাম- তৃণমূল বাংলার উন্নয়নকে বন্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রী ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। তিনি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রী ১০ বছরে বাংলাকে শেষ করে ১০ অঙ্গীকারের কথা বলছেন। তিনি জানালেন এখন পঞ্চান্ন মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক ডাউন হয়ে গেলে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু বাংলার বিকাশ ডাউন হয়ে গেছে, উন্নয়ন ডাউন হয়ে গেছে। বাংলায় ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। বিজেপি এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!