এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিদিকে বলো -র পর ফের এক ঐতিহাসিক প্রকল্প আসছে , জল্পনা তুঙ্গে

দিদিকে বলো -র পর ফের এক ঐতিহাসিক প্রকল্প আসছে , জল্পনা তুঙ্গে

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপর্যস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মত প্রশান্ত কিশোরকে দলের রণনীতিকার করে “দিদিকে বলো” কর্মসূচি চালু করে শাসক দল। যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে নানা অভাব-অভিযোগ শুনেছে তৃণমূলের নেতাকর্মীরা। আর সেই অভাব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে তার সমাধান করা হয়েছে। যার ফলে এখন লোকসভা নির্বাচনের সময় থেকে তৃণমূলের অবস্থা অনেকটাই ভালো হয়েছে বাংলায়। কিন্তু এবার দিদিকে বলো প্রকল্পের পর একটা ঐতিহাসিক প্রকল্প আনতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আগামীকাল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমস্ত জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের নিয়ে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই প্রশান্ত কিশোরের পরামর্শ মতো চমকপ্রদ একটি পরিকল্পনা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কী সেই পরিকল্পনা! জানা গেছে, দিদিকে বলো প্রকল্প যেমন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা সমাধান করার জন্য, ঠিক তেমনই তৃণমূলের এই নতুন কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে 2021 এর মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রত্যক্ষভাবে প্রায় 1 লক্ষ তৃণমূলের কর্মী এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন মূলত এই কর্মসূচি হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। অনেকে বলছেন, আগামীকাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের এই কর্মসূচির ট্যাগলাইন অনেক কিছু হতে পারে। যেমন “হয় মমতা, নয় মমতা”, “আমাদের গর্ব মমতা”, এবং “ফের মমতা।” তবে এই সমস্ত কিছু ট্যাগলাইন না হয়ে অন্য কোনো ট্যাগ লাইনও হতে পারে বলে মনে করছেন একাংশ। কী কর্মসূচি ঘোষণা হবে তৃণমূলের এই সভায়! এদিন এই প্রসঙ্গে প্রশান্ত কিশোরের টিমের এক সদস্য বলেন, “আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা। একটু সবুর করেই দেখুন না। এত বড় ব্যাপক রাজনৈতিক প্রচার পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম।”

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় জনতা পার্টি এবারের পৌরসভা নির্বাচনে তৃণমূলকে ছেড়ে কথা বলবে না। লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করার পর এখন পৌরসভায় ভালো ফল করে বিধানসভাকে পাখির চোখ করেছে। তাই এই পরিস্থিতিতে দিদিকে বলো কর্মসূচি সহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বিজেপিকে কিছুটা দুর্বল করলেও, পুরোপুরি দুর্বল করতে সোমবারের সভা থেকে চমকপ্রদ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে। এখন সেই কর্মসূচি কি হয়, কীভাবেই বা তা আত্মপ্রকাশ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!