এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিদিকে বলোতে অভিযোগের ভিত্তিতে এবার সিপিএমের পার্টি অফিস উদ্ধারে চললেন হেভিওয়েট তৃণমূল মন্ত্রী

দিদিকে বলোতে অভিযোগের ভিত্তিতে এবার সিপিএমের পার্টি অফিস উদ্ধারে চললেন হেভিওয়েট তৃণমূল মন্ত্রী

গত 2011 সালে রাজ্যে পরিবর্তনের পরেই সিপিএমের অনেক পার্টি অফিস তৃণমূল দখল করেছে বলে অভিযোগ উঠেছিল। তবে এবার সেই সমস্যার সমাধান করতে দেখা গেল খোদ তৃনমূল বিধায়কককেই। বস্তুত, লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খাওয়ার পরই দিদিকে বলো প্রকল্প গড়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু জমা হচ্ছে তৃণমূল নেত্রীর দরবারে। আর এবার সেই দিদিকে বলোতে ফোন করার পরই কালনা-১ ব্লকের আটঘরিয়া-সিমলন এলাকায় দখল হয়ে যাওয়া সিপিএমের পার্টিঅফিস পুনরুদ্ধারে উদ্যোগী হল শাসক দল।

সূত্রের খবর, শনিবার দখলকারি পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ। রবিবার মন্ত্রী ওই এলাকায় গিয়ে দখলকারি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও তাঁরা তা ছাড়তে রাজি হননি। তবে এই ব্যাপারে তাঁদের সঙ্গে ফের আলোচনায় বসা হবে বলে জানান স্বপনবাবু। আর এদিনকার এই ঘটনা নিয়ে এলাকায় চায়ের দোকান থেকে মুদির দোকান, সর্বত্রই তীব্র গুঞ্জন শুরু হয়েছে। অনেকে কটাক্ষ করে বলছেন, অবশেষে সিপিএম নেতাদেরও ‘দিদিকে বলো’র উপর ভরসা রাখতে হচ্ছে!

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বাম আমলে কালনা-১ ব্লকের আটঘরিয়া-সিমলন পঞ্চায়েতের আটঘরিয়া বাস স্টপের কাছে রাস্তার ধারে সিপিএমের একটি পার্টি অফিস তৈরি হয়। তবে দীর্ঘ বাম আমলে এলাকার বাম কর্মী-সমর্থকরা এই অফিসে বসে দলীয় কাজকর্ম চালাতেন। কিন্তু রাজ্যে পালা বদলের পর সিপিএমের সেই পার্টি অফিসটি কিছু লোক দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। তবে পরে সেটি যাত্রী প্রতীক্ষালয় হিসেবে পরিচিত হয়। কিন্তু পার্টি অফিসটি স্থানীয় সর্দার পরিবার নিজেদের দাবি করে তা দখল নিয়ে নেয়। তারা দাবি করে, আগে এই জায়গাটি সিপিএমের তরফে জোর করে দখল করে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তাই পরে তাঁদের প্রয়োজনে তাঁরা ঘরটি দখল নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনার পর সিপিএম নেতৃত্ব বহু চেষ্টা করেও পার্টি অফিসটি নিজেদের দখলে আনতে পারেনি। কিন্তু কিছুদিন আগেই তৃণমূলের তরফে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য দিদিকে বলো প্রকল্পে একটি ফোন নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে উপকৃত হতে দেখা গেল রাজ্যের বিরোধীদল সিপিএমকে।

সূত্রের খবর, স্থানীয় সিপিএম নেতা বিনয় সিংহরায় পার্টি অফিসটি পুনরুদ্ধারের জন্য দিদিকে বলোতে ফোন করেন। ই-মেলেও তিনি পুরো বিষয়টি জানান। আর এরপরই এই বিষয়টি স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ জানতে পেরে গত শনিবার দখলকারী পরিবারের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে হাজির হন। যেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্বও।

তবে এই প্রসঙ্গে দখলকারী পরিবারের সদস্যা মেনকা সর্দা বলেন, “কোনওভাবেই তাঁরা দখল ছাড়বেন না।” অন্যদিকে এই ব্যাপারে এলাকার সিপিএম নেতা বিনয় সিংহ রায় বলেন, “ওই পরিবারের সম্মতিতেই অতীতে আটঘরিয়া বাস স্টপেজের পাশে রাস্তার ধারে পার্টি অফিস তৈরি হয়। কিন্তু এখন গায়ের জোরে ওই পরিবারের লোকেরা পার্টি অফিসটি দখল করে রেখেছে। দিদিকে বলো ফোন নম্বরে প্রতিকার চেয়ে ফোন করি। ই-মেলেও আবেদন পাঠানো হয়। এদিন আমাদের উপস্থিতিতে মন্ত্রী স্বপন দেবনাথ দখলকারীদের সঙ্গে কথা বলেন। আমরা চাই যেভাবেই হোক পাটি অফিসটি দখল মুক্ত করা হোক।”

তবে এই ব্যাপারেস্বপন দেবনাথ বলেন, “সিপিএমের একটি পার্টি অফিস স্থানীয় একটি পরিবার দখল করেছে বলে আমাদের জানানো হয়। আমরা ওই পরিবারটিকে বুঝিয়ে পার্টি অফিসটিকে দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছি। পরিবারটিকে বিকল্প জায়গা ও ঘর তৈরি করে দেওয়ার জন্যও কথাবার্তা চলছে। আবারও তাঁদের সঙ্গে আলোচনা করব।”

এদিকে এই প্রসঙ্গে সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুকুল শিকদার বলেন, “পাটি অফিসটিতে দীর্ঘদিন ধরেই আমরা কাজ করেছি। নতুন সরকার আসার পর অফিসে থাকা আমাদের জিনিসপত্র সব বের করে দিয়ে দখল করে নেওয়া হয়। বর্তমানে একটি পরিবার জোর করে দখল করে রেখেছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব পার্টি অফিসটি দখলমুক্ত হোক।”

সবমিলিয়ে এবার নজিরবিহীন ভাবে “দিদিকে বলো” নাম্বারে ফোন করে নিজেদের দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধারের জন্য সাহায্য চাওয়ায় মন্ত্রীর সাহায্য পেলেন সিপিএম নেতৃত্বরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!