এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাফল্য, “দিদিকে বলো” কর্মসূচিকে রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ বিজেপি নেত্রীর

সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাফল্য, “দিদিকে বলো” কর্মসূচিকে রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ বিজেপি নেত্রীর

লোকসভা নির্বাচনে তৃণমূলের নাভিশ্বাস উঠিয়ে রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে 18 টা লোকসভা কেন্দ্র নিজেদের দখলে নিয়ে আসে গেরুয়া শিবির। তৃণমূল 22 টা আসন পেলেও বিজেপির এই উত্থানে তারা প্রবলভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শুধু লোকসভা ভোটে সাফল্য পাওয়াই নয়, ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে ভাঙিয়ে নিজেদের দিকে আনতে শুরু করে বিজেপি।

যা শাসকদলের অস্বস্তিকে আরও বাড়িয়ে দেয়। আর শাসক দল থেকে একের পর এক জনপ্রতিনিধিদের গেরুয়া শিবিরে যোগ দেওয়াকে হাতিয়ার করে বাংলায় নিজেদের সংগঠনের শ্রীবৃদ্ধি যাতে আরও বেশি করে করা যায়, তার জন্য বাংলার প্রতি বাড়তি নজর দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

গত 6 জুলাই থেকে শুরু হওয়া সারাদেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বাংলাকে পাখির চোখ করে প্রথমে 50 লক্ষ এবং করে 60 লক্ষ সদস্য সংগ্রহ যাতে বাংলা থেকে করা যায়, তার জন্য বঙ্গ ব্রিগেডকে তৎপর হতে বলেন বিজেপির মোদি- শাহরা।

জানা গেছে, ইতিমধ্যেই বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বাংলায় ব্যাপক সাড়া পড়েছে। প্রায় 50 লক্ষ সদস্য সংগ্রহ ছাড়িয়ে গেছে। এবার বিজেপির টার্গেট 60 লক্ষ সদস্য সংগ্রহ করা। আর এই সদস্য সংগ্রহের পাশাপাশি এবার দিকে দিকে ভিন দল থেকে গেরুয়া শিবিরে যোগদানের মাত্রা ফের বাড়তে শুরু করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্প্রতি উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের হাত ধরে প্রায় 500 জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গেরুয়া শিবিরের নাম লেখান। যেখানে তৃণমূলের বেশ কিছু নেতা-কর্মীও ছিলেন।

এদিকে কিছুদিন আগেই গেরুয়া শিবিরের বাংলায় উত্থানে আতঙ্কিত হয়ে জনসংযোগকে আরও বেশি করে হাতিয়ার করবার জন্য এবং আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করার জন্য “দিদিকে বলো” কর্মসূচি এনেছে তৃনমূল। যেখানে একটি মোবাইল নম্বর দিয়ে সাধারণ মানুষের সমস্ত অভাব, অভিযোগ তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবে বলে জানানো হয়েছে।তবে এই “দিদিকে বলো” কর্মসূচির তেমন কোনো সারবত্তা নেই বলে এদিন তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “দিদিকে বলো তৃণমূল কংগ্রেসের শুধু একটি বিজ্ঞাপন। বাজারে যখন কোনো বস্তুকে নতুন করে পরিচয় করাতে হয় বিক্রির জন্য, তখন এরকম বিজ্ঞাপন দেওয়া হয়। তৃণমূল রাজনৈতিক বাজারে অচল হয়ে পড়ছে। তাই ওদের নতুন করে মোবাইল নম্বর দিয়ে বিজ্ঞাপন দিতে হচ্ছে। ওই নম্বর দিদি কখনই ধরবে না। একজন মুখ্যমন্ত্রীর অনেক কাজ। সে যে সাধারণ মানুষের ফোন ধরবে না, এটা সকলেই বোঝে। আসলে এটা তৃণমূলের রাজনৈতিক গিমিক। এসব দিয়ে কিছু করা যাবে না।”

সব মিলিয়ে একদিকে নিজের দলের শ্রীবৃদ্ধি ঘটানো, আরেকদিকে “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!