এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিদির দূতের নয়া নামকরণ করলেন শুভেন্দু, শোরগোল রাজ্যজুড়ে!

দিদির দূতের নয়া নামকরণ করলেন শুভেন্দু, শোরগোল রাজ্যজুড়ে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ নজরুল মঞ্চে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নতুন কর্মসূচির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দিদির রক্ষাকবচ নামে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে দিদির দূতকে “দিদির ভূত” বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দিদির রক্ষা কবচ নিয়ে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “নতুন একটা প্রকল্প এনেছে, দিদির সুরক্ষা কবচ। ওরা নাকি সুরক্ষা দেবে! কারা সুরক্ষা দিতে আসবে! দিদির দূত নয়, ওরা দিদির ভূত। যে ভূত সাদা খাতায় চাকরি দেয়, যে ভূত পুকুর না থাকলেও পুকুর কাটে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের নয়া কর্মসূচিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে তৃণমূল নেতৃত্ব অস্বস্তির মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!