এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিদির সহযাত্রী কল্যাণ? রাগ-বোঝানো? নাকি পিঠ চাপড়ানো? কোনটা ?কারণ নিয়ে দ্বন্দে তৃণমূল !

দিদির সহযাত্রী কল্যাণ? রাগ-বোঝানো? নাকি পিঠ চাপড়ানো? কোনটা ?কারণ নিয়ে দ্বন্দে তৃণমূল !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিগত কয়েকদিনে তাঁর নানা রকমের মন্তব্যই তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে। তবে এক্ষেত্রে তাঁর একবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা, তারপর নিজের বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে গিয়ে শুভেন্দু অধিকারীর কাজের সুসমালোচনা করা, আবার তাঁকে পুনরায় কটাক্ষ করা এমন নানা ঘটনা সামনে আসে।

যদিও সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলেও মনে করছেন অনেকে। জানা গেছে, দুদিনের বাঁকুড়া সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলেই তিনি বাঁকুড়ায় পৌঁছে গেছেন বলে জানা যায়। তবে অবাক করার বিষয় হল, তাঁর বাঁকুড়া সফরে হেলিকপ্টারে তাঁর সঙ্গ নিতে দেখা গেছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

আর যা নিয়ে গতকাল বিকেল থেকে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে এতজন থাকতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নেওয়ার কারণ কি। বস্তুত, কুকথা বা দলের কর্মীদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়েও বহু বার প্রশ্ন উঠেছে। যদিও তাঁর সম্পর্কে এই সব অভিযোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার বলতে শোনা গিয়েছিল, ‘ওর মুখের জোর নিয়ে অনেকে কথা বলেন। আসলে উকিলদের মুখের জোর থাকতে হয়। নইলে কোর্টে শোনা যায় না।’

তবে সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিয়ে করা তাঁর মন্তব্য নিয়ে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে বলে জানা গিয়েছিল। কারণ শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠলেই এখন তৃণমূলের সকলকে একই বুলি আওড়াতে শোনা গিয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীকে দলের বিশিষ্ট নেতা তথা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেই বলতে শোনা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারে তোলার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। অনেকেরই মনে হয়েছে তা হলে কি সেই দূরত্ব নিতান্তই লোক দেখানো ছিল। সেইসঙ্গে তাঁর কথার নেপথ্যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বলেও জল্পনা শুরু হয়েছে।

বস্তুত, শুভেন্দু অধিকারী আগে বাঁকুড়া জেলার পর্যবেক্ষক ছিলেন। কিন্তু লোকসভা ভোটের পর তিনি বাঁকুড়ায় বিশেষ সময় দিতে পারছিলেন না। কারণ সেইসময় তিনি মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের পর্যবেক্ষকও ছিলেন। তাই সেইসময় দল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও বাঁকুড়া দেখতে বলা হয়েছিল।

তবে সম্প্রতি জেলাওয়াড়ি পর্যবেক্ষক ব্যবস্থা আর না থাকায় তৃণমূলের অনেকের মতে, যেহেতু কল্যাণ বাঁকুড়ার দায়িত্ব ছিলেন তাই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে সঙ্গে নিয়েছেন বলেও মনে করছেন অনেকে। তাই এর পিছনে তেমন কোনও রাজনৈতিক বার্তা নেই বলেই মনে করেছেন অনেকে। যদিও জল্পনা কিন্তু রয়েই গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!