এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘দিদির সঙ্গেকে’ পিছনে ফেলে জেলায় জেলায় দল ভারী হচ্ছে দাদার অনুগামীদেরই! শুরু চূড়ান্ত জল্পনা

‘দিদির সঙ্গেকে’ পিছনে ফেলে জেলায় জেলায় দল ভারী হচ্ছে দাদার অনুগামীদেরই! শুরু চূড়ান্ত জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলার রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী একটি বহুচর্চিত নাম। কারণ দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে চলার সাথে সাথে তিনি মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার মতন পদক্ষেপ গ্রহণ করেছেন। যদিও তিনি এখনো বিধায়ক পদে এবং তৃণমূলের প্রাথমিক সদস্য হিসেবে দলে রয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের দূরত্ব বাড়ার সাথে সাথেই তাঁদের অনুগামীদের রেষারেষিও চোখে পড়ছে। একদিকে যেমন তৃণমূলের পক্ষ থেকে ‘দিদির সঙ্গে’ নাম দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে দাদার অনুগামীদের পোস্টারও পড়ছে, যেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারী মুখ্য।

সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল দল ভার্সেস শুভেন্দু অধিকারী লড়াই চলছে। এবং শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করছে তাঁর অনুগামীরা। আপাতত পোষ্টার যুদ্ধে যার সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ত্যাগ করার পরেই রাজ্যের বিভিন্ন জেলায় দুই তরফেই পোস্টার দেখা যাচ্ছে। যার ফলস্বরূপ স্পষ্ট হয়ে উঠছে শাসকদলের বিভাজন। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির শুভেন্দু অধিকারীকে দলে টানার জন্য মরিয়া। যদিও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। কিন্তু যেভাবে দূরত্ব বাড়ছে, তাতে কিন্তু দলবদলের জল্পনা ক্রমশ বাড়ছে।

কিছুদিন আগে থেকেই শুভেন্দু অধিকারীর নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর অনুগামীরা পোস্টার দিচ্ছিল। বিষয়টিকে প্রাথমিকভাবে খুব একটা গুরুত্ব না দিলেও শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ত্যাগ করার পরেই তৃণমূল শিবিরেও যথেষ্ট চাপানউতোর শুরু হয়েছে। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা পাল্টা ‘দিদির সঙ্গে’ পোস্টার দিতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুর ছাড়াও মালদার হরিশ্চন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনার সোনারপুর এবং জয়নগর-মজিলপুর এর বিভিন্ন এলাকায় একাধিক পোস্টার নজরে পড়েছে। তবে দেখা গেছে, শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ত্যাগ করলেও বর্তমানে কিন্তু তিনি তৃণমূল সম্পর্কে বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো রকম মন্তব্য করেননি, কোনো রকম রাজনৈতিক প্রসঙ্গ তাঁর কথায় উঠে আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তা সে মহিষাদলের সভাই হোক কিংবা নন্দীগ্রামের রাসের মেলাই হোক। তবে যাবতীয় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী ছেড়েছেন জনগণের ওপর। অন্যদিকে শুভেন্দুকে দলে রাখতে তাঁকে বোঝানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃণমূলের অন্যতম প্রবীণ নেতা সৌগত রায়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বদলে যাবে রাজনৈতিক সমীকরণ। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীর মতন দক্ষ সেনা এই মুহূর্তে শাসক দল থেকে যদি চলে যায় তাহলে অবধারিতভাবে একুশের বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছুটা পিছিয়ে যাবে রাজ্যের শাসক দল।

এবং যার সুযোগ ব্যাপকভাবে নেবে রাজ্যের বিরোধী শিবিরগুলি। যার মধ্যে অন্যতম হলো বিজেপি। বিজেপি ইতিমধ্যেই তাঁদের রাজনৈতিক হিসেব করা শুরু করে দিয়েছে। শুভেন্দু আধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর মতন দুর্দান্ত সাংগঠনিক নেতাকে যদি দলে নিয়ে আসা যায় তাহলে রাজ্যজুড়ে বিজেপির গ্রহণযোগ্যতা যে অনেকটাই বেড়ে যাবে, সে কথা বলাই বাহুল্য। আপাতত যেভাবে দিদি ভার্সেস দাদার পোস্টার লড়াই চলছে, তাতে আগামী দিনে বাংলার রাজনীতি কোন দিকে বাঁক নেয়, এখন সেটাই দেখার।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!