এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রয়াত দক্ষিণের রাজনীতির প্রখ্যাত নেতা

প্রয়াত দক্ষিণের রাজনীতির প্রখ্যাত নেতা


সম্প্রতি বুকে ইনফেকশন নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের এক নামকরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণের প্রখ্যাত নেতা তথা জনসংযোগ আধিকারিক এম নটরাজন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। হাসপাতাল সূত্রের খবর এদিন ভোর ১.৩৫ নাগাদ তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ভেন্টিলেশনের সাপোর্ট রাখা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৩৩ বছর আগে তাঁর বিয়ে হয় এআইএডিএমকে প্রধান শশীকলার সাথে। আয়ের সাথে সম্পত্তির সংগতিহীনতার কারণে শশীকলার ৪ বছরের জেল হয়। বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে বন্দী। এর আগেও নটরাজনের অঙ্গ পরিবর্তন হয়, তখন শশীকলা প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে দেখতে আসেন। সূত্রের খবর এবারও স্বামীর শেষকৃত্যে যোগ দেবেন তিনি। বিবাহের পর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর জয়ললিতার সাথে স্বামী নটরাজনের সূত্রেই যোগাযোগ হয় শশীকলার। জানা গেছে পরে পয়েস গার্ডেনের বাড়ি থেকে তাঁদের দুজনকে বারও করে দেন জয়ললিতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!