এখন পড়ছেন
হোম > রাজ্য > ডিজিটাল মিডিয়াম আর স্মার্টফোনে ভরসা রেখে পুজোর আগেই চালু হয়ে যাবে লোকাল ট্রেন? জেনে নিন

ডিজিটাল মিডিয়াম আর স্মার্টফোনে ভরসা রেখে পুজোর আগেই চালু হয়ে যাবে লোকাল ট্রেন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজধানী কোলকাতা, কলকাতার শহরতলি, কলকাতা সংলগ্ণ বেশকিছু স্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম হলো লোকাল ট্রেন। সমস্ত স্থানে মেট্রো পরিষেবা এখনো বিস্তার লাভ করতে পারেনি, এ কারণে কম খরচে দ্রুত পৌছাবার জন্য লোকাল ট্রেনের গুরুত্ব অপরিসীম। কিন্তু করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে লোকাল ট্রেন পরিষেবা। যার ফলে যথেষ্ট ভোগান্তিতে সাধারণ জনগণ। সম্প্রতি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। এই পরিস্থিতিতে কলকাতা ও শহরতলীর মধ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রেল। করোনা সংক্রমনের মধ্যেও সুষ্ঠুভাবে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, স্মার্টফোনের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করতে চলেছে রেল। যদি সব ঠিকঠাক থাকে, তবে পুজোর কয়েক সপ্তাহ আগেই লোকাল ট্রেন পরিষেবা চালু হবার সম্ভাবনা আছে।

তবে, করোনা সংক্রমনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে, কিভাবে নিরাপদ ভাবে লোকাল ট্রেন চালু করা যাবে, সেই বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।এ বিষয়ে মেট্রোরেলের নেয়া পদক্ষেপের দিকে তাকিয়ে আছে রেল। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মেট্রো কতটা সফল ভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে পারে সেদিকেই দৃষ্টি রেলের। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি গতকাল শুক্রবার এ প্রসঙ্গে জানিয়েছেন, স্টেশনের টিকিট কাউন্টার থেকে করণা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। একারণেই স্মার্টফোন ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করতে চায় রেল। মেট্রোর মতো টোকেনের বদলে শুধুমাত্র স্মার্টফোনের ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে রেলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শুক্রবার ভার্চুয়াল ভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি জানিয়েছেন, লোকাল ট্রেন চালু করার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রেল। সমস্ত পরিস্থিতির চিন্তাভাবনার পরেই লোকাল ট্রেন চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় রেল। এ বিষয়ে আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠি দেয়া হয়েছে। রাজ্য সরকার এই বৈঠকের দিনক্ষণ জানালে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল একত্রে আলোচলায় বসতে চলেছে সরকারের সঙ্গে। গতকাল দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি জানিয়েছেন, লকডাউনের ফলে রেলের পণ্য পরিবহনের দীর্ঘকাল মন্দ চলার পর অগাস্ট মাস থেকে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে।

করোনা সংক্রমণ কালে প্ল্যাটফর্ম, ট্রেনের কামরায় ভিড় নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারেও ভিড় নিয়ন্ত্রয়নের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে রেল। টিকিট কাউন্টারে ব্যাপক ভিড় হলে যাত্রীদের সঙ্গে সঙ্গে রেলকর্মীরা সংক্রামিত হবেন। এ কারণে সম্প্রতি অসংরক্ষিত টিকিট কাটার জন্য রেলের নিজস্ব অ্যাপ ‘ইউটিএস অন মোবাইল’ (আন-রিজার্ভড টিকিটস অন মোবাইল) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করতে চলেছে রেল। সম্প্রতি এর ব্যবহার তেমন জনপ্রিয় না হলেও, এর উপরে গুরুত্ব দিতে আগ্রহী রেল কর্তারা। এতে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে বলে তারা মনে করছেন।

তবে কলকাতা ও শহরতলীর লোকাল ট্রেন চালু করার আগে পূর্বে কলকাতা মেট্রো, মুম্বাই, ব্যাঙ্গালোর শহর গুলির লোকাল ট্রেনের অবস্থা পর্যবেক্ষণ করতে চান পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল কর্তারা। প্রসঙ্গত মেট্রো স্টেশনের মতো রেলস্টেশন সুরক্ষিত নয়, সেই সঙ্গে মেট্রোর তুলনায় রেলের যাত্রী সংখ্যাও যথেষ্ট বেশি। আবার রেলের সর্বত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করার পক্ষে যথেষ্ট কঠিন। তবে নানারকম প্রতিবন্ধকতার মধ্যেও লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন রেল কর্তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!