এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিল্লির কাছে মাথা নত নয়” ত্রিপুরার সভা থেকে বড় প্রশ্ন অভিষেকের!

“দিল্লির কাছে মাথা নত নয়” ত্রিপুরার সভা থেকে বড় প্রশ্ন অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার ত্রিপুরার সভা থেকে স্থানীয় আবেগ উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে দিল্লির কাছে মাথা নত করা যে আদৌ উচিত নয়, তা স্পষ্ট করলেন তিনি। পাশাপাশি জনসাধারণের কাছে বড় প্রশ্ন রাখলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন ত্রিপুরার একটি সভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দিল্লির কাছে কোনোভাবেই মাথা নত করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আপনারা কি চান যে, ত্রিপুরায় কোনো ইট গাঁথতে গেলে  দিল্লি থেকে অনুমতি নিতে হবে! আপনারা কি দিল্লির কাছে মাথা নত করে থাকতে চান! মেরুদন্ড সোজা রাখতে হলে মাথা উঁচু করে বাঁচুন।”

একাংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, দিল্লি থেকে যেভাবে বলে দেওয়া হয়, সেভাবেই ত্রিপুরায় বিজেপি সরকার কাজ করে। তাই ত্রিপুরার মানুষের কথামতো কাজ চাইতে গেলে বিজেপির বিরুদ্ধে সায় দিতে হবে বলেই বোঝানোর চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!