এখন পড়ছেন
হোম > রাজ্য > দিলীপ-গৌতম তরজায় সরগরম উত্তরবঙ্গের রাজনীতি

দিলীপ-গৌতম তরজায় সরগরম উত্তরবঙ্গের রাজনীতি

সম্প্রতি তাঁর ভাষণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিজয়োৎসব পালনের জন্যে মিষ্টির বদলে ‘কাঁচা করলা’ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ঐ পরামর্শদানের পালটা জবাবে বিজেপি কে বিঁধলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারকার্যে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানেই তিনি দিলীপ বাবুর করা মন্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন। তিনি বললেন, “বিরোধী দলগুলি প্রার্থী দিতে পারেনি, সেটা তাঁদের ব্যর্থতা। সেখানে তৃণমূল কংগ্রেস বা নির্বাচন কমিশনের কিছু করার থাকতে পারে না। দিলীপ ঘোষরা এই পরিপ্রেক্ষিতে যা করছেন, তা সার্কাসের জোকাররাই করে থাকেন।” উল্লেখ্য বৃহস্পতিবার সুপ্রীম কোর্ট ই-মনোনয়নের স্বীকৃতির উপর স্থগিতাদেশ জারি করে। একইসাথে সুপ্রীম কোর্ট বিনা প্রতিদ্বন্দ্বিতীয় জয়ী প্রার্থীদের শংসাপত্র প্রত্যাহার করার নির্দেশ দেয়। এইসময়েই বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাঁরা মিষ্টি মুখ করেছেন, এবার তাঁদের কাঁচা করলা খেতে হবে।” এদিন নির্বাচনী প্রচারকার্যে জলপাইগুড়ি গিয়ে দিলীপ বাবুর এই বিদ্রুপেরই জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!