এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ-বাবুল নতুন সমীকরণ বঙ্গ বিজেপিতে? জন্মদিনের আবহে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

দিলীপ-বাবুল নতুন সমীকরণ বঙ্গ বিজেপিতে? জন্মদিনের আবহে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হলেও বিজেপিতে মাঝেমধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা বিতর্কিত মন্তব্যের কারনে মাঝেমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পরিস্থিতি অনেক সময় এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, দিলীপবাবুকে দায়িত্বজ্ঞানহীন বলেও আখ্যা দিয়েছিলেন বাবুলবাবু। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাবুল সুপ্রিয় সহ অনেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন বলে খবর।

স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির সভাপতির বিরুদ্ধে দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ ঘিরে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রায় সকলেই ধরে নিয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সঠিকভাবে বনিবনা নেই বাবুল সুপ্রিয়র। তাই তারা পৃথকভাবে পথ চলছেন।

এক দলে থাকলেও দুই নেতার মধ্যে সম্পর্কের যে করুণদশা রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। কিন্তু রাজনীতিতে সৌজন্য থাকবে না, তা কি হয়! যেখানে বিরোধী দল হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান, সেখান দিলীপ ঘোষের জন্মদিনে তার দলের সাংসদ বাবুল সুপ্রিয় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন না, এমনটা আবার হয় নাকি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার সকালে সকলকে অবাক করে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফেসবুক পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাফল্য আসুক জীবনে।” স্বাভাবিক ভাবেই সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর যে দিলীপ ঘোষকে বাদ দিয়ে বাবুল সুপ্রিয় একাধিক নেতা এবং সাংসদদের নিয়ে নিজের বাসভবনে মধ্যাহ্নভোজে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গিয়েছিল।

তার পরিপ্রেক্ষিতে অনেকে মনে করেছিলেন যে, দিলীপ ঘোষকে চাপে রাখতেই বাবুল সুপ্রিয়র উদ্যোগে এই বৈঠক, সেই দিলীপ ঘোষের জন্মদিনে বাবুল সুপ্রিয় রে শুভেচ্ছাবার্তা পাঠালেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ব‌লেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, বিজেপি নেতৃত্ব এখন সকলকে একত্রিত হয়ে চলতে বলছেন।

দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় নানা সময়ে প্রতিবাদ করলেও, এবার তার জন্মদিনে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিলীপবাবুর প্রতি সুর নরম করলেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে দিলীপ ঘোষের জন্মদিনে বাবুল সুপ্রিয়র এই শুভেচ্ছাবার্তা দুই নেতার সম্পর্কে কোনো মধুর বাতাবরণ সৃষ্টি করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!