এখন পড়ছেন
হোম > রাজ্য > ভুল বোঝানোরও একটা সীমা আছে, কল্যাণ ব্যানার্জি আইন বোঝেন কিনা প্রশ্ন: দিলীপ ঘোষ

ভুল বোঝানোরও একটা সীমা আছে, কল্যাণ ব্যানার্জি আইন বোঝেন কিনা প্রশ্ন: দিলীপ ঘোষ


ভুল বোঝানোরও একটা সীমা আছে, কল্যাণ ব্যানার্জি আইন বোঝেন কিনা প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে আগরওয়াল ও অভয় মনোহর সাপরি অবাধ এবং শান্তিপূর্ণভাবে রাজ্যের নির্বাচন প্রক্রিয়া চালানোর নির্দেশ দেন। আর এই নির্দেশের ১৬ নম্বর অনুচ্ছেদে তাঁরা বলেছেন, “রাজ্য নির্বাচন কমিশন, পিটিশনার (এক্ষেত্রে রাজ্য বিজেপি) বা প্রার্থীদের ভয় দূর করতে ব্যবস্থা নেবে। তাঁরা যেন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতা করতে বঞ্চিত না হন।” এই রায় বেরোনোর পর তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জী ‘বিজেপির হার হয়েছে’ বলে মন্তব্য করেন। আর এর পাল্টা জবাবে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”মানুষকে ভুল বোঝানোরও একটা সীমা আছে। আজ সারাদিন ধরে তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনটা বোঝেন কি না প্রশ্ন থেকে গেল। তবে উনি যা বোঝাতে চাইছেন, তা ভুল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উনি বলছেন সুপ্রিম কোর্টে বিজেপি হেরে গেছে।কিছু হয়নি।” এদিন তিনি আরো বলেন, ”আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে। কোর্ট সেই কাজটা রাজ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত ভাবে করতে বলেছে। আমাদেরকে এ রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে সেই কথাই বলতে বলেছেন। আমাদের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়েছে। নির্দেশাবলীর ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে, কমিশনকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব নিতে হবে।”নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় আর কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় আদালত। ২০০৩ এর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী যেকোনো অভিযোগের ব্যবস্থা নিতে রাজ্য কমিশন সক্ষম। এদিন মুকুল রায়, দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা নির্বাচন কমিশন দফতরে যান বলে খবর। তাঁদের কথায়, “কর্মীরা জিন্দাবাদ। ১৬ নম্বর অনুচ্ছেদটা পড়ুন। সুপ্রিম কোর্ট একেবারে হতাশ করেনি।” সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই রাজ্য নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সীমা আরো এক দিন বাড়িয়ে দেয়। এরফলে রাজ্য বিজেপি বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!