এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ” দিলীপ ঘোষের পরিবার বলছে মমতা ব্যানার্জী জিন্দাবাদ ” দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

” দিলীপ ঘোষের পরিবার বলছে মমতা ব্যানার্জী জিন্দাবাদ ” দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কাঁথিতে সভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ পূর্ব মেদিনীপুরে তৃতীয়বার সভা করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকের সভা থেকে তাঁকে নিয়ে করা শুভেন্দু অধিকারীর একাধিক কটাক্ষের মোক্ষম জবাব দিলেন তিনি। স্বাস্থ্য সাথী প্রকল্পকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে যে বারবার কটাক্ষ করা হয়েছিল, আজ তারও জবাব দিতে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পকে একাধিক কটাক্ষ্য করা হয়েছে বিরোধী শিবির থেকে। বিজেপি নেতারা স্বাস্থ্যসাথীকে ভোটসাথী বলেও কটাক্ষ করেছেন। আজ এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, বারবার বলা হচ্ছে যে, স্বাস্থ্য সাথী হচ্ছে ভাওতা। স্বাস্থ্য সাথী যদি ভাওতাই হয়, তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির লোকেরা কেন স্বাস্থ্য সাথী কার্ড করাচ্ছেন। বিজেপি নেতারা বলছেন স্বাস্থ্য সাথী ভাওতা। কিন্তু দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথী কার্ড করাচ্ছেন, আর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, স্বাস্থ্য সাথী আর আয়ুষ্মান ভারতের বারবার তুলনা করা হচ্ছে। কিন্তু, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতোর বাড়ির লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করেছেন। তাঁরাও জয়ধ্বনি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিজেপি নেতারা বলছেন স্বাস্থ্য সাথী ভাওতা। তিনি জানালেন, আগে বিজেপি নেতারা নিজেদের বাড়ির লোককে সামলান, তারপর তাঁরা স্বাস্থ্য সাথীর কথা বলবেন।

অভিষেক জানালেন যে, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড। এছাড়া কাস্ট সার্টিফিকেট করে দেয়া হয়েছে রাজ্যের ১৮ লক্ষ মানুষকে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সার্টিফিকেট পেতে ঘুরতে হচ্ছে না মানুষকে। বাম আমলে একটি সার্টিফিকেট পেতে একাধিক টেবিলে ঘুরতে হতো। কিন্তু, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মাত্র ১ মাসে ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি জানালেন যে, বিজেপির পক্ষ থেকে একাধিকবার কটাক্ষ্য করা হয়েছে যমের দুয়ারে সরকার বলে। সরকার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বিজেপির যম। তাই তাঁরা ভুল কিছু বলেননি। তিনি জানালেন তৃণমূল সরকারকে বারবার প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করা হয়। কিন্তু এই কোম্পানি থেকে এসেছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্প গুলি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!