এখন পড়ছেন
হোম > জাতীয় > দিলীপ ঘোষের পর কে ধরবেন রাজ্য বিজেপির হাল? পদাধিকারীর নাম প্রস্তাব করলেন স্বয়ং দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের পর কে ধরবেন রাজ্য বিজেপির হাল? পদাধিকারীর নাম প্রস্তাব করলেন স্বয়ং দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরেই। জানা যাচ্ছে , বছরের শেষ দিকে রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হতে চলেছে দিলীপ ঘোষের। পরপর দুবার রাজ্য সভাপতির পদে রয়েছেন দিলীপ ঘোষ। তাই, এবার দলের নিয়মেই পদ থেকে সরে যেতে হবে তাঁকে। প্রশ্ন উঠেছে, তিনি পদ ছেড়ে দিলে কে নেবেন এই দায়িত্ব? জানা যাচ্ছে, এ ক্ষেত্রে নিজের উত্তরসূরী রূপে দিলীপ ঘোষ নাম প্রস্তাব করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে এই প্রস্তাব করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরও জানা গেছে, দীলিপবাবু নিজেই সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন। দলের একজন দক্ষ সংগঠক হিসেবে সুকান্ত মজুমদার যেমন পরিচিত, তেমনি দিলীপ ঘোষের তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। তাই তাঁর ওপরই বিশেষ আস্থা রাখছেন দিলীপ ঘোষ।

আবার, অনেকে মনে করেছিলেন যে, দিলীপ ঘোষের পদ ছেড়ে দেবার পর কোন মহিলা নেত্রীকে এই পদের দায়িত্ব আনা হতে পারে। সে ক্ষেত্রে দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ের সম্ভাবনা যথেষ্ট। আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান না দেওয়ার কারণে অনেকে মনে করেছিলেন দীলিপ ঘোষকেই দলের রাজ্য সভাপতির দায়িত্বে আবার পুনর্বহাল করা হবে। তবে এবার নিজেই রাজ্য সভাপতির দায়িত্বে সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!