এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপ ঘোষের সঙ্গে বনিবনা নেই হেভিওয়েট বিধায়কের! বড় কর্মসূচিতে মুখ পুড়লো বিজেপির!

দিলীপ ঘোষের সঙ্গে বনিবনা নেই হেভিওয়েট বিধায়কের! বড় কর্মসূচিতে মুখ পুড়লো বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মেদিনীপুরের বিজেপি সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একসময় তার হাত ধরেই বিজেপিতে যুক্ত হয়েছিলেন বর্তমান খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে, তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। আর এবার খড়্গপুরের বিজেপির একটি কর্মসূচিতে রীতিমতো এই দুই বিজেপি নেতার কোন্দল প্রকাশ্যে চলে এলো।

যেখানে বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে খড়্গপুরের বিজেপির উত্তর মন্ডলের সভাপতি দীপসোনা ঘোষের বিরুদ্ধে। আর তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বিকেলে যখন অনুষ্ঠান শুরু হয়, তখন বিজেপি বিধায়ক সেই অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পরেই বেশকিছু বিজেপি নেতার সঙ্গে সেখানে তৃণমূল নেতারা আসেন। সেই অনুষ্ঠানস্থলে তারা হামলা চালায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বিকেলে বৃহস্পতিবার বিকেলে খড়্গপুরের 19 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গেটে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে কম্বল বিতরন কর্মসুচী করা হয়েছিল। আর সেখানেই হিরণবাবু উপস্থিত ছিলেন। তবে তিনি সেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার পরেই বিজেপি নেতা দীপসোনা ঘোষ সহ বেশ কিছু ব্যক্তি সেখানে আসেন। যেখানে এসে তারা হামলা চালান। আর এর ফলেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে।

অনেকেই দাবি করছেন যে, যে সমস্ত ব্যক্তিরা এই অনুষ্ঠানস্থলে হামলা চালিয়েছেন, তারা দিলীপ ঘোষের অনুগামী বলেই পরিচিত। তাদের সঙ্গে স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। আর সেই কারণেই তারা বিধায়কের অনুষ্ঠানে গন্ডগোল পাকাতে এখানে এসেছেন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যে চরম অস্বস্তিতে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!