এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপের, বিস্ফোরকরাজ্যের মন্ত্রীকে নিয়েও

করোনা পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপের, বিস্ফোরকরাজ্যের মন্ত্রীকে নিয়েও

ভয়াবহ মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকে মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে কোনো দল সেভাবে প্রশ্ন তোলেনি। কিন্তু রেশনে জিনিস দেওয়ার পর থেকেই একেবারে ল্যাজাকার হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। বিরোধীদের লাগাতার অভিযোগে এখন কার্যত দিশাহীন তারা। যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি বেগতিক হচ্ছে। রেশনে জিনিস দেওয়া নিয়ে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, সঠিক মানুষেরা রেশনের জিনিস পাচ্ছে না। যেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, বিজেপি এমনকি রাজ্যপাল এই ব্যাপারে মন্তব্য করে সরকারপক্ষের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আর এবার রেশনের দুর্নীতি নিয়ে মুখ খুলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে সচেতনতা প্রচার করছেন, তা নিয়ে প্রথমে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “কেন্দ্র সরকার আগেই বিভিন্ন হটস্পট এলাকায় লকডাউন নিশ্চিত করতে বলেছিল। সেই সময় রাজ্য কথা শোনেনি। আজ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে দেখে ভয় পেয়ে সব করছে। আর এরপরই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসব ব্যবস্থার জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “খাদ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। সাধারনের কাছে রেশন পৌঁছে দিতে পারেন না। ওনার জেলায় বসিরহাট থেকে শুরু করে বাদুড়িয়া সর্বত্র রেশনের দাবিতে গন্ডগোল হচ্ছে। খাদ্যমন্ত্রীর সাবধানে রাস্তায় বের হওয়া উচিত। মানুষ ওর ওপর ক্ষিপ্ত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, রাজ্য সরকার প্রথমদিকে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করলেও, এখন তাদের দুর্বলতার দিকগুলো সামনে আসতে শুরু করেছে। যার ফলে এখন বিরোধীরা সেই সমস্ত দিকগুলোকে তুলে ধরে সরকারকে কটাক্ষ করতে ব্যস্ত। এদিন রাজ্যের রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারের রেশনের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, তাতেও সীলমোহর দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “রাজ্যপাল সত্যি কথা বলছেন। রাজ্যের ভালো চান, তাই বলছেন। মুখ্যমন্ত্রী ওঁর সঙ্গে যে ব্যবহার করছেন, তা মেনে নেওয়া যায় না।”

এদিকে করোনা মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে আয়ুর্বেদ চিকিৎসার জন্য বলা হলেও, রাজ্য তা করছে না বলেও অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “ভালো ভালো আয়ুর্বেদ চিকিৎসক এরাজ্যে আছেন। তাদেরকে করোনা চিকিৎসায় লাগানো হচ্ছে না। সব দিক দিয়ে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে তৃণমূল সরকার।”

সব মিলিয়ে রেশনে দুর্নীতি থেকে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসকদের কাজে না লাগানো, রাজ্যপালের মন্তব্য থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি আসা, সব বিষয়ে মুখ খুলে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!