এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষ ময়দানে নামতেই উঠল ঝড়! বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন চরম হুঁশিয়ারি

দিলীপ ঘোষ ময়দানে নামতেই উঠল ঝড়! বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন চরম হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের কারণে সেভাবে ময়দানে নামতে দেখা যায়নি কোনো রাজনৈতিক দলকে। শাসক থেকে বিরোধী প্রত্যেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করলেও, সরকারি নির্দেশ উপেক্ষা করেননি। যার ফলে সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ ছিল। কিন্তু লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই বিজেপি ময়দানে নেমে পড়েছে। এবার রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়াতে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন, আগামী 2021 এর জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করে পুরোদস্তুর লড়াইয়ের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। এবার সোনারপুরে গিয়ে সিপিএমের ঘর ভেঙে ব্যাপক নেতাকর্মীকে বিজেপিতে যোগদান করালেন তিনি।

জানা গেছে, এদিন সোনারপুরের কামরাবাদ এলাকার প্রায় একশোর বেশি সিপিএম কর্মী ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান। বিশেষজ্ঞরা বলছেন, শুধু তৃণমূলকে কুপোকাত করা নয়, তৃণমূলের ঘর ভাঙ্গার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের ঘর ভাঙতেও এখন উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি। শাসক-বিরোধী ভোটব্যাংককে এক জায়গায় করে তা বিজেপির দিকে নিয়ে আসাই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দিলীপ ঘোষের। আর তাই লকডাউন পরিস্থিতিতে তিনি ঘরে বসে থাকলেও, এবার ধীরে ধীরে ময়দানে নেমে রাজ্যের ক্ষমতা দখলকে পাখির চোখ করেছেন।

এদিন সোনারপুরে গিয়ে ‌ভারত-চীনের সংঘর্ষ নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ষাটের দশকের সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনীর মধ্যে তফাত রয়েছে, চীন তা বুঝতে পেরেছে। প্রধানমন্ত্রীর ওপর দেশের মানুষের ভরসা আছে। দেশের দিকে যারা বাঁকা চোখে তাকাবে, তাদের বিজেপি ছাড়বে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ভিডিও কনফারেন্স ডাকা হলেও সেখানে বক্তার তালিকায় বাংলার নাম না থাকায় যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গেও নিজের বক্তব্য প্রদান করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যখন ডাকা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তাই ওনার কিছুই বলার নেই।” অর্থাৎ সোনারপুরে বিজেপির রাজ্য সভাপতি মিটিং করে ব্যাপক যোগদান করিয়ে কার্যত প্রমাণ করে দিলেন যে, এখন আর বসে থাকার সময় নেই।

লকডাউনের পরিস্থিতিতে তিনি বাইরে বেরোলেও পুলিশ এবং তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়তে হয়। যার ফলে মানুষের কাছে ঠিকমত সাহায্য পৌঁছে দিতে পারা যায়নি বলে অভিযোগ বিজেপি নেতা কর্মীদের। তবে এবার সেই লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় একদম পুরোদস্তুর ময়দানে নেমে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে উদ্যোগী বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছে রাজনৈতিক মহল‌। এখন দিলীপ ঘোষের এই ছোটাছুটি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে কতটা সাফল্য পাইয়ে দেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!