এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলা সভাপতির দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের সামনেই তুলকালাম, অস্বস্তিতে গেরুয়া শিবির

জেলা সভাপতির দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের সামনেই তুলকালাম, অস্বস্তিতে গেরুয়া শিবির


বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভাজন দেখা দিলো দলের অন্দরে। উল্লেখ্য বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি প্রদীপ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠলো তিনি রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময়ে দলীয় তহবিলের টাকা তছরূপ করেছেন। এই অভিযোগ করলেন দলেরই একাংশের নেতা কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই গোটা জেলা জুড়ে দলের কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিলো।

প্রসঙ্গত, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে বিজেপির সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভার প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের জেলা কর্মীরা এদিন রাজ্য সভাপতির সামনেই জেলা সভাপতির দুর্নীতি মূলক কাজের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিলেন। শুধু তাই নয় জেলা সভাপতির অপসারণ ও দাবি করলেন। পরিস্থিতি শান্ত করতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলার বিক্ষুদ্ধ কর্মীদের জেলা সভাপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের গ্রাহ্য প্রমানপত্র নিয়ে কলকাতা অফিসে যাওয়ার পরামর্শ দিলেন। জানা যাচ্ছে এদিন বিক্ষুদ্ধ নেতাদের সভাস্থলে প্রবেশের সময় বাধার সম্মুখীন হতে হয়। যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি প্রদীপ দাস জানালেন এইসবই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারসাজি। তৃণমূল কংগ্রেস দলের পরোক্ষ মদতেই দলের অন্দরে এই বিভেদকামী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই তিনি দাবি করলেন।

এমনকি অভিযোগের সুরেই জানালেন তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীই এসব কিছু বাইরে থেকে পরিচালনা করছেন। বিজেপি দলের রাজ্য সভাপতির গলায়ও তৃণমূল কংগ্রেস দলের প্রতি বিরোধীতার সুর। তিনি বললেন, তৃণমূল কংগ্রেস দল নানা ছলাকলায় বিজেপি দলের অন্দরে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে। তবে বিজেপি দলে বিভেদ তৈরী এতো সহজ নয়। এরপরেই গত ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানের কথা উল্লেখ করে বললেন যে, তৃণমূল কংগ্রেস দল ঐদিনের অনুষ্ঠানে প্রকাশ্য সভামঞ্চ থেকে মিথ্যার আশ্রয় নিয়ে জানিয়েছে যে ঐদিন বহু সংখ্যক মানুষ বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

শাসক দলের পরবর্তী জনসভা ২৮ শে জুলাই মেদিনীপুরের সভামঞ্চ থেকেও একই দাবি করা হয় যে বিজেপি দলের নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে। কিন্তু বিজেপি সভাপতির প্রশ্ন তৃণমূল কংগ্রেস দলের এই দাবির কথা সকলেই জানেন কিন্তু কোনো জনসভাতেই একজন জেলা সদস্যকেও তারা উপস্থিত করতে পারেনি সভা মঞ্চে। এছাড়াও  রাজ্যের বাম শিবির এবং কংগ্রেস দলের সাথে বিজেপি দলের তুলনামূলক আলোচনা করে দিলীপ বাবু একপ্রকার ঘোষণা করলেন সিপিএম, কংগ্রেস বিধায়কদের কেনা যায়। কিন্তু বিজেপির কাউকে কেনা যায় না। তৃণমূল কংগ্রেস দলের নেতারা এক হাতে গাঁজা ও অন্য হাতে টাকার বান্ডিল নিয়ে বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়েও কোনো সুবিধা করতে পারছেন না বলে দাবি করলেন বিজেপি দলের রাজ্য সভাপতি। আর যারা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন তাদের উড়ো খইএর সাথে তুলনা করে বললেন শুধু কিছু উড়ো খই আছে, এদিক-ওদিক ঘুরে বেড়ায়, তারাই যাচ্ছে বিজেপি ছেড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!