এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দিলীপ ঘোষের হাত ধরে সপা সভাপতি সহ একাধিক দলের নেতাদের গেরুয়া শিবিরে যোগদান

দিলীপ ঘোষের হাত ধরে সপা সভাপতি সহ একাধিক দলের নেতাদের গেরুয়া শিবিরে যোগদান

শুধুমাত্র তৃণমূল নয় এবার মালদহে হাত বাড়িয়েছে বিজেপিও। গতকাল মালদার গাজোলে একটি সভা অনুষ্ঠিত হয় বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,বিজেপি’র নতুন জেলা সভাপতি সঞ্জিত মিশ্র সহ অন্যান্য নেতারা। আর সেখানেই মালদহ জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তথা সমাজবাদী পার্টির নেতা ও জেলা সভাপতি মিলন দাস বিজেপিতে যোগদান করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুধু তিনিই নন তার সঙ্গে সমাজবাদী পার্টির আরো অনেক অনুগামীও বিজেপিতে এদিন যোগদান করে। একইসঙ্গে গেরুয়া শিবিরে এদিন নাম লেখান গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আইপিআইএম প্রধান কৃষ্ণা মুদি। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু।

অন্যদিকে এদিন বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের করদহ স্কুল মাঠেও সভা করেন দিলীপবাবু। এই সভায় জেলা পরিষদের প্রাক্তন সদস্য আরএসপি’র জিল্লুর রহমান ও তপন ব্লকের আরএসপি নেতা সুব্রত বিশ্বাস, লক্ষ্মী মুর্মু, মুনমুন ঘোষ অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন।

এদিন সভা থেকে তৃণমূলকে একহাত নেন দিলীপবাবু। তিনি বলেন “দিদি বলছেন, তাঁরা নাকি ২০১৯ সালে ৪২টির মধ্যে ৪২টিই আসন পাবেন। কিন্তু যে আসনগুলি তাঁদের রয়েছে, সেগুলি ধরে রাখতে পারবেন তো? যদি ৩৪টা আসন ধরে রাখতে পারেন, তাহলে ওঁকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। এছাড়া সেই ভোটে তো কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন মোদিজি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!