এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্ষোভে প্রলেপ দিয়ে বলরামপুর যাচ্ছেন দিলীপ ঘোষ

ক্ষোভে প্রলেপ দিয়ে বলরামপুর যাচ্ছেন দিলীপ ঘোষ

শনিবার থেকে পুরুলিয়ার বলরামপুরের সরাই ময়দানে বিজেপির দুই দলীয় কর্মীর হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে অবস্থান বিক্ষোভ শুরু করেছে গেরুয়া শিবিরের কর্মী সদস্যরা। এদিন সেই বৈঠকে যোগদান করতে পুরুলিয়া সফর করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা যাচ্ছে মৃত দুই দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সাথে সাক্ষাৎএর পরিকলনা রয়েছে তাঁর। উল্লেখ্য সম্প্রতি জেলার দুই দলীয় সদস্যের দেহ জেলার বলরামপুর থানার সুপুরডি গ্রাম ও ডাভা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে প্রবল চাঞ্চল্য দেখা যায়। এই খুনের ঘটনায় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস দায়ী দাবি করে ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি করা হয় বিজেপি দলের পক্ষ থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শনিবার থেকে শুরু হওয়া গেরুয়া শিবিরের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে এখনও অবধি দলের বহু নেতা হাজির হয়েছেন । যাদের মধ্যে উল্লেখ্য যোগ্য হলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। জানা যাচ্ছে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও মৃত দুই দলীয় কর্মীর বাসভবনে হাজির হয়ে তাঁদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করে এসেছেন ।যদিও বাপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল যে সবাই আসছেন অথচ গরহাজির খোদ রাজ্য সভাপতি। তাঁকেই সবার আগে পশে চেয়েছিলো পুরুলিয়া। তিনি সংগঠনের কাজে ব্যাস্ত থাকায় যেতে পারেন নি। আজ সেই খাতে প্রলেপ দিয়ে দিলীপ ঘোষ যাচ্ছেন পুরুলিয়া। দলীয় সূত্রে জানা যাচ্ছে এদিন পুরুলিয়া পৌঁছে দলের রাজ্য সভাপতি প্রথমেই মৃত দুই দলীয় কর্মীর বাসভবনে তাঁদের পরিবারের সাথে সাথে সাক্ষাৎ’এ যাবেন। তারপরে যাবেন বলরাম্পুরে সরাই ময়দানে অবস্থান বিক্ষোভ মঞ্চে। এই সফরে তিনি জেলার নেতা-কর্মীদের সঙ্গে আগামী দিনের দলীয় কর্মসূচী নিয়ে আলাপ আলোচনা করবেন। এছাড়াও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী জেলার দলীয় কর্মীদের সাথেও সাক্ষাৎ করবেন। নিজের পুরুলিয়া জেলা সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন সংবাদমাধ্যমকে বললেন, “ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারকে খুন করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে হবে। তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। দুটি মৃত্যুর ঘটনায় সিবিআই দিয়ে তদন্ত করতে হবে। এই দাবিতেই কাল আমার পুরুলিয়া সফর।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!