এখন পড়ছেন
হোম > রাজ্য > গুলির সামনে মিষ্টি কথা চলে না, হিংসাকে আটকাতে হিংসার দরকার: দিলীপ ঘোষ

গুলির সামনে মিষ্টি কথা চলে না, হিংসাকে আটকাতে হিংসার দরকার: দিলীপ ঘোষ


“হিংসাকে আটকানোর জন্য হিংসাই দরকার।গুলির সামনে মিষ্টি কথা চলে না।”এমনই হুংকার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন এক বেসরকারি টিভি চ্যানেলে। প্রশ্ন তুললেন  রাম নবমীতে অস্ত্র মিছিলের পক্ষে। বললেন, রামকে যারা অস্বীকার করবে তারা শেষ হয়ে যাবে।অন্য দলের নেতারাও অস্ত্রমিছিল করে। অভিযোগে জানান,হিংসার রাজনীতি চলছে পঞ্চায়েত ভোটকে নিয়ে। তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের স্বপ্ন দেখছে। দাবীতে তিনি জানান, ভোট কারোর কেনা নয় ,৩০% ভোট পাচ্ছে বিজেপি। ভোটের প্লাবনে ভাসব বিজেপি এবার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর বলছে,লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলা থেকে ২১ টি আাসনকে টার্গেট করেছে বিজেপি। উওরবঙ্গের বেশিরভাগ আসন, কোলকাতা,মেদিনীপুর, বাঁকুড়ার থেকে বিজেপি  আসন পাবে বলেই জানান রাজ্য বিজেপি সভাপতি। তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার বিষয়টি যতক্ষণ না সুস্থির হচ্ছে ততক্ষণ আমরণ সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা। তবে ভোটার ও ভোটকর্মীরা যে সুস্থভাবে বুথ থেকে ফিরতে পারবেন সে বিশ্বাসে থেকে যাচ্ছে প্রশ্ন চিহ্ন। কেন্দ্র পুলিশ বাহিনী দিয়ে সাহায্য করতে চাইলে রাজ্য কেন গরজ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

 

Main Content 6

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!