এখন পড়ছেন
হোম > রাজ্য > দিল্লি দখল করতে গেলে বাংলাটাই চলে আসবে আমাদের হাতে: দিলীপ ঘোষ

দিল্লি দখল করতে গেলে বাংলাটাই চলে আসবে আমাদের হাতে: দিলীপ ঘোষ

মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির এক দলীয় কর্মশালা আয়োজিত হলো। সেখানে নিজের ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কার্যকলাপ , বিজেপি বিরোধীতা প্রভৃতি বিষয়কে উল্লেখ করে রীতিমতো অভিযোগের কামান দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নিজের ভাষণে দিলীপ বাবু বললেন , “দিদি যদি দিল্লির দিকে নজর দেন, দিল্লিতে থাকেন, তাহলে কলকাতাটা আমরা নিয়ে নেব। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কটাক্ষ করে তিনি বলেন, দিদিমণি এখন ৩৪টা সিট নিয়েই দিল্লি দখলের স্বপ্ন দেখছেন। কিন্তু দিল্লি দখল করতে গেলে ২৭২টি সিট লাগে, ৩৪টা দিয়ে হয় না। অনেকে দিদিকে হাওয়া দিচ্ছেন, দিদি নাকি প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হতে গেলে বাংলাটাই চলে আসবে আমাদের হাতে।” উল্লেখ্য
গত সোমবার নানা রাজনৈতিক কর্মসূচী নিয়ে দেশের রাজধানী দিল্লী পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দিল্লী সফরে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে বিজেপি বিরোধী আঞ্চলিক দল গুলির নেতাদের সাথে বৈঠক, রাজনৈতিক কার্যেই সাংসদ ভবন পরিদর্শন ইত্যাদি। ঐদিনের দলীয় কর্মশালায় দিলীপ বাবু দলীয় কর্মীদের পরামর্শের সুরে জানালেন, “আমাদের পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করতে হবে। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে কর্মীদের বলেন, ভোটের সময় কাঁচা বাঁশের লাঠি কেটে রাখবেন। ভোটের দিন বাইরের গ্রামের কেউ ঢুকলে তাকে খাটিয়াতে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে বলেন। তিনি বলেন, তৃণমূলের ভোট লুঠ করতে দেব না। ভোট লুঠ রুখলেই অর্ধেক কাজ হয়ে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!