এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দিলীপ ঘোষ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দিলীপ ঘোষ, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতেই ময়দানে নেমেছে শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। ধীরে ধীরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিভিন্ন জায়গায় নীচুস্তরে শাসক-বিরোধী সংঘর্ষ হতেও দেখা যাচ্ছে। কিন্তু আনলক দ্বিতীয় দফার শুরুর দিনে এভাবে যে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, তা সত্যিই ভাবেননি কেউ। তবে দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি সূত্রের খবর, এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অভিযোগ, লেদার কমপ্লেস থানা এলাকায় একটি বাজারে প্রবেশ করার সময় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী তাকে আক্রমণ করে। আর এতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। বস্তুত, প্রায় সকলেই জানেন, দীলিপবাবু সকালবেলা হাঁটতে ভালোবাসেন। সম্প্রতি তিনি তার বাড়ি বদল করেছেন। বুধবার সকালে তার বর্তমান রাজারহাট নিউটাউনের বাড়ি থেকে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের সাথে নিয়ে লেদার কমপ্লেক্স থানার কচুপুকুর এলাকায় একটি দোকানে চা খেতে গিয়ে সাধারণের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। আর সেই সময়ই দীলিপবাবুর ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ উঠেছে।

এমনকি গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি বিজেপির। আর এই ঘটনার পরেই তৃণমূলের দিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলার পর রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলার রাজনৈতিক মহলে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাজারে ঢুকতে দেবে না আমাকে। আমি চা খেতে আসতে পারব না। গোটা ঘটনার পেছনে মহসীন গাজী নামে এক তৃণমূল নেতার মদত রয়েছে। ওই নেতা তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তিনি এদিন তৃণমূলের আক্রমণের শিকার হলেও পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে নীরব ভূমিকা পালন করেছে বলেও সোচ্চার হোন মেদিনীপুরের বিজেপি সাংসদ। কিন্তু যেভাবে সাতসকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি এবং সেই ঘটনায় যেভাবে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়ের ঘাড়ে দোষারোপ করলেন তিনি, তাতে রীতিমত নতুন করে বিতর্ক ছড়াতে শুরু করেছে। যদিও বা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তাপস চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “আমি এই ঘটনার কিছুই জানি না। বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিভিন্ন জায়গায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণের শিকার হতে হয়েছে। যেখানে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করছে গেরুয়া শিবির।

আর এই পরিস্থিতিতে এবার সাতসকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে যেভাবে আক্রমণ হলেন দীলিপবাবু এবং সেই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠল তৃণমূলের দিকে, তাতে রাজ্যের শাসকদলের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!