এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলকে হারাতে পারলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ? কি বলছেন তিনি নিজে?

তৃণমূলকে হারাতে পারলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ? কি বলছেন তিনি নিজে?

রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পেছনে তার অনেকটাই অবদান রয়েছে। গত 2016 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। ঘরে বাইরে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলে রাজ্যের শাসক দলের ভিত অনেকটাই নাড়িয়ে দিয়ে বিরোধী দল হিসেবে বিজেপিকে সামনের সারিতে নিয়ে এসেছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি। আর তারপর থেকেই কেন্দ্রে দিলীপ ঘোষ একটি মন্ত্রী পদ পেতে পারেন বলে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার জায়গায় দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়েছে।

কিন্তু বাংলায় বিজেপির সংগঠনকে দাঁড় করানোর পেছনে যে অনবদ্য ভূমিকা রয়েছে দিলীপ ঘোষের, সেই দিলীপ ঘোষ কেন কেন্দ্রীয় মন্ত্রীপদ পেলেন না? এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মজার ছলে তিনি বলেন, “হয়ত আমাকে যোগ্য মনে করা হয়নি। অনেক আগেই বলে দিয়েছি যে আমি সংগঠনের কাজ করতে আগ্রহী। মিশন পূরন হয়নি। তৃণমূল ১৯ শে হাফ, ২১ এ সাফ, যতদিন না তাই পূরন হয় ততদিন আমি আমার লক্ষ্যে অবিচল থাকব।”

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী না হলেও বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আগামী 2021 সালে যদি রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্টিত হয়, তাহলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বলে নানা মহলে জল্পনা চলছে। কিন্তু এই জল্পনা কি সত্যি? এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন দীলিপবাবু। তিনি বলেন, “মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশ্ন নেই। প্রশ্নটা হল পরিবর্তন। সর্বভারতীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলি। আমাদের দলে অনুশাসন রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার দলে যদি অনুশাসনই থাকে, তাহলে সদ্য বীরভূমের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে নেওয়ার পরই প্রকাশ্যে বিজেপি কর্মীরা কেন এইভাবে অসন্তোষ প্রকাশ করছেন? এদিন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “বর্তমানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, আগামী দিনে তারাও আসতে পারে। অনেক নেতা সম্পর্কে অভিযোগ রয়েছে, তবে বাধ্যবাধকতা থাকে। এটা পার্ট অফ দা গেম। অন্য দল থেকে লোক না নিলে পার্টি বাড়বে কিভাবে!”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করার পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মূল টার্গেট 2021 এর বিধানসভা নির্বাচন। আর তাইতো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী – সমস্ত পদের জল্পনা উড়িয়ে দিয়ে রাজ্যে পরিবর্তনের পরিবর্তনই যে তার এখন মূল টার্গেট, তা এদিন স্পষ্ট করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!