এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল প্রতিনিধি দলের আসাম সফর নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

তৃণমূল প্রতিনিধি দলের আসাম সফর নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

উলফা জঙ্গিদের গুলিতে তিনসুকিয়ায় মৃত ৫ বাঙালি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ফের অসম পাড়ি দিচ্ছেন তৃণমূলের একটি প্রতিনিধিদল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকবেন সাংসদ নাদিমুল হক, মমতা বালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র। আর এই প্রেক্ষিতেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যবিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল এ প্রসঙ্গে তিনি জানান,”ওঁরা দু’দিনের জন্য ওখানে যাচ্ছেন। আগুন লাগিয়ে ফিরে আসবেন।” অর্থাৎ তাঁর বক্তব্য অসমিয়া এবং স্থানীয় বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেই তৃণমূল অসমে যাচ্ছে। যুক্তিতে জানান,অসমে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) -র চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে তাঁর প্রতিবাদে আগষ্ট মাসে শিলচর সফরে গিয়েছিলেন তৃণমূলের এমপি-এমএমএ’ দের এক প্রতিনিধি দল।

সেই ঘটনার কথা উল্লেখ করেই তিনি বলেন,গতবার কী হয়েছিল নিশ্চয়ই কেউ ভোলেননি। তৃণমূল তখনও অসমে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে দিয়ে এসেছিল। এখনও সেই আগুনে ঘি ঢালার কাজটা করতেই যাচ্ছে। তখনের মতো এখনো তৃণমূলের নেতিবাচক রাজনীতিকে অসম স্বাগত জানাবে না,এমনটাই গর্জে উঠে জানালেন রাজ্যের পদ্মনেতৃত্ব।

দিলীপ বাবুর কটাক্ষ শুনে চুপ করে বসে থাকেনি তৃণমূলও। জবাবে অসমের তৃণমূল পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দিলীপবাবুরা ধর্ম-ভাষা নিয়ে রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সে শিক্ষা দেননি। সম্প্রীতির কথাই বলেছেন সবসময়।

সম্প্রীতির আদর্শ মেনেই তৃণমূল চলে সবসময়। আর সেই আদর্শকে সম্বল করেই অসমে নিগৃহীত বাঙালির পাশে দাঁড়াতে তিনসুকিয়া ছুটছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। এনআরসি শুধু ৫ জন বাঙালিকেই খুন করেনি,প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য বাঙালির। এমনটাই দাবী ফিরহাদ হাকিমের।

অন্যদিকে,তিনসুকিয়া কান্ডে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে চিঠি লিখলেন দিলীপ বাবু। এই হত্যাকান্ডে পশ্চিমবঙ্গ কতোটা গভীরভাবে উদ্বিগ্ন সেটাই জানিয়েছেন তিনি চিঠিতে। সঙ্গে বাঙালি হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীও তোলনে। পাশাপাশি দোষীদের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তিদানের আবেদনও জানিয়েছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,এই হত্যাকান্ডে তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন। এবার তিনসুকিয়া কান্ডেই রাজনীতির রং লাগিয়ে কাদা ছোঁড়াছুঁড়ির খেলায় নামবে তৃণমূল-বিজেপি৷ স্বাভাবিকভাবেই, পড়শি রাজ্যের এই ইস্যু নিয়ে উত্তপ্ত রয়েছে রাজনৈতিকক্ষেত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!