এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন করে দায়িত্ব বাড়লো দিলীপ ঘোষের, চাপ বাড়লো তৃণমূলের নেতাদের

নতুন করে দায়িত্ব বাড়লো দিলীপ ঘোষের, চাপ বাড়লো তৃণমূলের নেতাদের

কাটমানি অভিযুক্তদের দলে না নেওয়ার কথা ঘোষণা করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীও। লোকসভা নির্বাচনের পরেই এই রাজ্যে দলবদলের ঝড় উঠেছে। প্রায় প্রতিদিন ই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে পাড়ি জমাচ্ছেন কেউ না কেউ। এই নিয়ে মাঝে মধ্যেই অসন্তোষ দানা বাড়ছে ‘আদি’ বিজেপি কর্মীদের অন্দরে। তাঁদের অভিযোগ তৃণমূলের অপরাধীরা বিজেপিতে বেনোজলের মতো প্রবেশ করছে। তাতে আখেরে ক্ষতি হচ্ছে বিজেপির।

লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যোগ দেওয়ার পর তো সেই অসন্তোষ এমন তীব্র আকার ধারণ করে। এই অপ্রীতিকর পরিস্থিতি যাতে আর না বাড়ে তার জন্যই রাজ্য বিজেপির তরফ থেকে তৃণমূল থেকে বিজেপিতে নেতাদের যোগদানের বিষয় নিয়ে দিলীপ ঘোষের দ্বায়িত্ব বাড়ানো হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন পালন উপলক্ষ্যে সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে।পশ্চিমবঙ্গেও বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে সদস্য সংগ্রহ অভিযান।যোগ দিচ্ছেন কেন্দ্র ও রাজ্যের নেতারা।নদিয়ার আয়োজিত এমনই একটি সভা থেকে এই রাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গিও তাৎপর্যপূর্ণ ভাবে মন্তব্য করেন যে তৃণমূলের থেকে অনেকেই এখন বিজেপিতে আসতে চাইছেন। কিন্তু দলে সিদ্ধান্ত হয়েছে কাটমানিতে অভিযুক্তদের নেওয়া হবে না।এই প্রসঙ্গে তিনি এই অভিযোগ ও করেন যে তৃণমূলের নেতারা যা কাটমানি খেয়েছে, তার ৭৫ ভাগই গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পরেছে।

পাশাপাশি কৈলাশ বিজয়বর্গিও জানিয়ে দেন যে সকল নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন তাঁদের রেকর্ড দেখবেন দিলীপ ঘোষ।তিনি সব খতিয়ে দেখে গ্রীন সিগন্যাল দিলে তবেই জোড়াফুল ছেড়ে আসতে চাওয়া নেতাকর্মীদের পদ্ম শিবিরে যোগদান করা সম্ভব হবে। আর এর ফলেই বিজেপিতে যোগদান নিয়ে চাপ বাড়লো তৃণমূল নেতাদের বলে মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!