এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > এবার বুদ্ধিজীবীদের কুকুরের মাংস খাওয়ার নিদান দিয়ে খবরের শিরোনামে দিলীপ ঘোষ

এবার বুদ্ধিজীবীদের কুকুরের মাংস খাওয়ার নিদান দিয়ে খবরের শিরোনামে দিলীপ ঘোষ


বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির রাজনৈতিক গ্রাফ যখন চড়চড় করে উপরের দিকে উঠছে, ঠিক তখনই তাঁর মুখে বিতর্কিত কথার শেষ নেই। লোকসভা নির্বাচনের আগে, লাঠির মার থেকে বিরোধীদের শ্মশানে পাঠানোর নিদান – অনেক কিছুই শোনা গিয়েছিল তাঁর মুখে। অনেকেই তাঁকে বিজেপির অনুব্রত মন্ডল বলেও কটাক্ষ করতে ছাড়েননি। কিন্তু হলে কি হবে – নির্বাচনী ময়দানে বারেবারে বাজিমাত করেছেন তিনিই।

খড়্গপুর-সদর আসন থেকে প্রথমবার নির্বাচনে লড়েই বিধায়ক, আর তারপর মেদিনীপুর আসন থেকে প্রথমবার সংসদীয় নির্বাচনে লড়েই সাংসদ। আর তাই, তিনি তাঁর বিতর্কিত কথা বলার অধ্যায় অব্যাহত রেখেই চলেছেন। গতকালই, তিনি গরুর দুধে-কুঁজে সোনার খোঁজ দিয়েছিলেন! যা এখনও ঠিক হজম করে উঠতে পারে নি রাজ্য-রাজনীতি! কিন্তু তার মাঝেই এবার বুদ্ধিজীবীদের জন্য সামনে এল তাঁর ‘স্পেশ্যাল’ নিদান!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার তিনি রাজ্যের বুদ্ধিজীবীদের কুকুরের মাংস খাওয়ার নিদান দিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গতকাল তিনি জানান, গরু আমাদের মা, গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং, কেউ যদি আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, আমি তাকে সেই শিক্ষাই দেব যা তার পাওয়া উচিত। ভারতের পবিত্র ভূমিতে গো-হত্যা ও গরুর মাংস খাওয়া মহা অপরাধ। এরপরেই কার্যত বেলাগাম হয়ে ওঠেন তিনি। রীতিমত কটাক্ষ করে বসেন বুদ্ধিজীবীদের।

দিলীপবাবুর বক্তব্য, কয়েক জন বুদ্ধিজীবী রাস্তাতেই গরুর মাংস খান। আমি তাঁদের বলি, কেবল গরু কেন, আপনারা কুকুরের মাংসও খান। যে পশুর মাংসই খান আপনাদের স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু রাস্তায় কেন? ঘরে গিয়ে খান। এমনিতেই গতকালের গরুর দুধ-কুঁজে সোনার তত্ত্ব বার করে সোশ্যাল মিডিয়ায় হাসির তুফান তুলে দিয়েছেন দিলীপবাবু। তার উপরে বুদ্ধিজীবীদের ‘কুকুরের মাংস’ খাওয়ার নিদান উপনির্বাচনে বিজেপিকে সাধারণ মানুষের ‘ভালোবাসা’ কতটা দেয় বা কেড়ে নেয়, সেদিকেই আপাতত নজর সকলের!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!