এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিহার জিততেই আবারো বেলাগাম দিলীপ! একুশের মহাযুদ্ধের উষ্ণতার পারদ চরমে নিয়ে যাচ্ছে বিজেপি?

বিহার জিততেই আবারো বেলাগাম দিলীপ! একুশের মহাযুদ্ধের উষ্ণতার পারদ চরমে নিয়ে যাচ্ছে বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলেছিলেন, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রভাবিত হবে পশ্চিমবাংলায়। তবে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এবার বিহারে বিজেপির পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হবে না। কিন্তু শেষ পর্যন্ত সেখানে পুনর্বার ক্ষমতা দখল করেছে এনডিএ জোট। যার ফলে আরও বেশি করে বাংলার বিজেপি নেতাকর্মীরা উজ্জীবিত হতে শুরু করেছেন।

আর বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি সাফল্য পাওয়ার পরেই পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের আরও বেশি করে মাথাচাড়া দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কোচবিহারের নাটাবাড়িতে সভা করে তৃনমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন নাটাবাড়ি পানিশালা সমাবেশ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে জোর কটাক্ষ করেন বঙ্গ বিজেপির সেনাপতি।

তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। এদিনের এই সমাবেশ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “নাটাবাড়ির বুথে ঢুকে বিজেপি কর্মীদের চড় মেরে বের করে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও সেই জবাব দিতে হবে। রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন, কোচবিহার সাগরদিঘীর জলে ডুবিয়ে দেবেন। আমি প্রাতঃভ্রমণের সময় সেই সাগরদিঘী দেখেছি এবং রবীন্দ্রনাথ ঘোষের হুমকি সম্পর্কে সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করেছি। সাড়ে ছয় ফুটের নেতা সাড়ে পাঁচ ফুট হয়ে গিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিহার বিধানসভা নির্বাচনের পর উজ্জীবিত হয়ে দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে রীতীমত বেলাগাম শব্দ প্রয়োগ করলেন বলেই দাবি একাংশের। অর্থাৎ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর খাসতালুকে এসে দিলীপ ঘোষ তাকে কড়া ভাষায় আক্রমণ করে রাজ্য রাজনীতিতে আবার ঝড় তুলে দেওয়ার চেষ্টা করলেন। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে বিজেপি কিছুটা হলেও উজ্জীবিত হতে শুরু করেছেন।

এদিন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গড়ে এসে দিলীপ ঘোষের এহেন মন্তব্যের মধ্যে দিয়ে বাংলা দখলে বিজেপির তৎপরতা আরও বেশি করে প্রকাশ পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দিলীপ ঘোষ রবিবাবুর গড়ে এসে তাকে কটাক্ষ করলেও, তা নিয়ে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, “শুধু রাজ্য রাজনীতিতে নয়, দলের মধ্যেও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন দিলীপ ঘোষ।”

তীব্র কটাক্ষ হেনে রবীন্দ্রনাথবাবু আরও বলেন, “উনি সকালে কি বলেন, আর বিকেলে কি বলেন, তা তিনি নিজেই বলতে পারবেন না।” অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!