এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে বিজেপির সভায় জনজোয়ার! রবীন্দ্রনাথকে তুলোধোনা দিলীপের, পাল্টা দিলেন মন্ত্রীও!

উত্তরবঙ্গে বিজেপির সভায় জনজোয়ার! রবীন্দ্রনাথকে তুলোধোনা দিলীপের, পাল্টা দিলেন মন্ত্রীও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই সভা-সমিতিতে জোর দিতে শুরু করেছে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বরা। এবার রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রে সভা করে তৃণমূলের চাপ বাড়িয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বুধবার দুপুরে বিজয়া সম্মেলনী করে বিকেলে দিনহাটায় মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি।

আর তারপরই রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির পানশালায় একটি জনসভা করেন তিনি। যেখানে রবীন্দ্রনাথ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। আশ্চর্যজনকভাবে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতির হভায় ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় তৃণমূল এখন অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনের কথা তুলে ধরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার মানুষ পঞ্চায়েতে ভোটে জবাব দিতে চেয়েছিলেন। কিন্তু রবিবাবুর মত কিছু লোক ভোট করতে দেয়নি। মনোনয়ন করতে দেননি। নাটাবাড়িতে বুথে ঢুকে কর্মীদের চড় মেরে বের করে দেওয়া হল। এসবের জবাব আপনারা লোকসভা নির্বাচনে দিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনেও সেই জবাব দিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এদিন বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ করে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “ওনার অত্যাচার আপনারা অনেক সহ্য করেছেন।” বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সাম্প্রতি রাজ্যে এসে বিজেপিকে 200 আসনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় চাণক্য অমিত শাহ। স্বাভাবিক ভাবেই এর পরেই বিজেপি নেতৃত্ব আবার নতুন করে উঠে পড়ে লাগতে শুরু করেছে।

আর এবার সেই উত্তরবঙ্গের কোচবিহারে এসে সেখানকার হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের খাসতালুকে সভা করে তাকে রীতিমত কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে দিলীপ ঘোষকে এদিন পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “দিলীপ সকালে কি বলেন, বিকেলে কি বলেন, সেটা তিনি নিজেও জানেন না।”

তিনি আরও বলেন, “তিনি নিজেই এখন দলের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন।” তবে রবীন্দ্রনাথবাবু যে কথাই বলুন না কেন, এদিন বিজেপির এই সভায় মানুষের ভিড় কিন্তু অন্য কথা বলছে। যেভাবে বিরোধী দলের সভায় ব্যাপক জমায়েত হতে দেখা গেল, তাতে আগামীদিনে রবিবাবুর গড় রক্ষা নিয়ে সংশয় তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!