এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চলছে অসুরের রাজত্ব, তৃণমূলের অফিসগুলো বোমার কারখানা – বিস্ফোরক দিলীপ ঘোষ

চলছে অসুরের রাজত্ব, তৃণমূলের অফিসগুলো বোমার কারখানা – বিস্ফোরক দিলীপ ঘোষ


বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলীয় প্রচারে গিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করতে গিয়ে কার্যত একের পর এক বোমা ফাটালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করেন, অন্যদিকে কেন্দ্রের করা সাহায্য রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছেন বলেও অভিযোগ করেন। দিলীপবাবু দলীয় সভামঞ্চ থেকে বলেন, এখানে একটাই কারখানা বোমার কারখানা। এবং সেটা তৃণমূলের অফিসে হচ্ছে। ভোট হলে ভোট দিতে পারবেন না। ভোটে দাঁড়াতে পারবেন না। মনোনয়ন দিতে গিয়ে বিরোধীদের হাত-পা ভেঙে দিয়েছে। এ রাজ্যে অসুরদের রাজত্ব চলছে।

এখানেই না থেমে তিনি বলেন, চাল দিচ্ছেন মোদী, নাম কিনছেন দিদি। মিথ্যা কথা বলছেন। আমরা বলছি যেভাবে পশ্চিমবঙ্গ চলছে পশ্চিমবাংলা থাকবে না। এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। লক্ষ্মীপুজো কালীপুজো করা যাবে না। রামনবমী মিছিল করা যাবে না তার জন্য সরকার চোখ দেখাবে আমাদের। প্রসঙ্গত, দিলীপবাবু পঞ্চায়েতের প্রচারে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন, স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানিয়েছেন যে তাঁদের এলাকায় গিয়ে ‘উস্কানিমূলক’ বক্তব্য যেন তিনি না রাখেন। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ওগুলি আসলে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। কিন্তু ঘটনা যাই হোক, যেখানেই বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন, বিজেপি রাজ্য সভাপতি চাঁচাছোলা আক্রমনে রাজ্যের শাসকদলকে বিঁধতে ছাড়ছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!