এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সাহস থাকলে তৃণমূল ঘোমটা খুলে নামুক, আমরাও দেখিয়ে দেব: দিলীপ ঘোষ

সাহস থাকলে তৃণমূল ঘোমটা খুলে নামুক, আমরাও দেখিয়ে দেব: দিলীপ ঘোষ

বাংলায় যত এগিয়ে আসছে পঞ্চায়েতের দিন তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কথার তরজায় উষ্ণতা ছড়াচ্ছেন সব রাজনৈতিক নেতারাই। আজ খড়্গপুরে এক দলীয় সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মনোনয়নের প্রভাব এবারের নির্বাচনে পড়তে বাধ্য। ভোটে হিংসার প্রভাব পড়বেই। তবে এবার শাসক দল গোলমাল পাকাতে এলে মার খেয়ে হাসপাতাল হয়ে ঘরে ফিরবেন তাঁরা। তাঁদেরকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই না থেমে তিনি আরো বলেন, শাসকদল তৃণমূল যে ভাষায় ঝামেলা পাকাচ্ছে। আমরাও সেই ভাষায় উত্তর দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এবার ভোটের দিন কোনও ঝামেলা মানব না। মানুষ গ্রামে প্রতিরোধ গড়ে তুলবে। কোনও বহিরাগতকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। অনুব্রতবাবু বলেছেন বিজেপি ঝাড়খণ্ড থেকে লোক এনেছেন। শাসকদল কোথা থেকে লোক আনছে। সাহস থাকলে (তৃণমূল) ঘোমটা খুলে নামুক। আমরাও দেখিয়ে দেব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!