এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষ বাড়ি বদলাতেই নোটিশ পেলেন প্রভাবশালী প্রোমোটার! বাড়ছে জল্পনা

দিলীপ ঘোষ বাড়ি বদলাতেই নোটিশ পেলেন প্রভাবশালী প্রোমোটার! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক জগতে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নাম হল দিলীপ ঘোষ। রাজ্য গেরুয়া শিবিরে সভাপতির আসন অলংকৃত করেছেন তিনি। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর বিভিন্ন সময় বিতর্কের শিরোনামে থেকেছেন তিনি। সম্প্রতি বাড়ি বদল করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সল্টলেক থেকে তিনি গিয়েছেন নিউটাউনে। কিন্তু এই বাড়ি বদল ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। শোনা যাচ্ছে, বাড়ি বদল করার পরেই বাড়ির মালিককে কলকাতা নিউটাউন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।

আর তাই নিয়ে শুরু হয়েছে এবার রাজনৈতিক বিতর্ক। এর আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থাকতেন বেলেঘাটা সুভাষ সরোবর এর কাছে কাদাপাড়ায়। সেখান থেকে পরবর্তীতে তিনি নিউটাউনে থাকতে যান একটি ভাড়ার ফ্ল্যাটে। তারপর তিনি সল্টলেকে যান আবাসন বদলে। সেখানেও তিনি দুবার ঠিকানা বদলে আপাতত উঠে এলেন নিউটাউনের বিশাল বড় ফ্ল্যাটে। সূত্রের খবর, নিউটাউনের যে ফ্ল্যাটটি তিনি পেয়েছেন বসবাসের জন্য, সেটি বারোটি ঘর সম্পন্ন। এছাড়াও রান্নাঘর, খাবার ঘর তো আছেই।

জানা গেছে, দিলীপ বাবুকে শহরের এক নার্সিংহোম মালিক পুরো ফ্ল্যাটটি থাকার জন্য বিনামূল্যে দিয়েছেন। নিউটাউনের এই ঠিকানায় দীলিপবাবু সোমবার উঠে গেছেন। আবাসনটি নিউটাউন এলাকায় এবং ওই আবাসনের ছয় তলায় দীলিপবাবুর ফ্ল্যাট। সূত্রের খবর, আবাসনের নির্মাতা একজন প্রোমোটার তথা নার্সিংহোম এর মালিক। তিনি নিজে আগে ওই ফ্ল্যাটে থাকতেন। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি সভাপতি সেখানে থাকবেন। অন্যদিকে জানা গেছে, দীলিপবাবু যেই মুহূর্তে নিউটাউনের ওই ফ্ল্যাটে প্রবেশ করেছেন, তার পরেই ফ্ল্যাটের প্রমোটারকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের বিভাগ পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং ওই নোটিশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12 টার মধ্যে পুরো আবাসনের নকশা এবং জমির কাগজপত্র নিয়ে দপ্তরের আধিকারিক এর সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। এ প্রসঙ্গে বিজেপির এক নেতা মন্তব্য করেছেন, উক্ত আবাসনটি বহুদিনের পুরনো। সেখানে দিলীপবাবু যাবার পরেই আবাসন মালিককে কেন নোটিশ পাঠানো হলো?

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, দীলিপবাবু বাড়ি বদলানোর সাথে সাথেই আবাসন মালিককে নোটিশ পাঠানো পুরোটাই রাজনৈতিক কর্মকাণ্ডের অঙ্গ নয় তো? আপাতত হঠাৎ করে আবাসনের মালিককে ডেকে পাঠানো নিয়ে গেরুয়া শিবিরের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। যদিও এই নিয়ে দলীয় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। আপাতত আবাসন কাণ্ড কোন দিকে মোড় নেয়, সেদিকে লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!