এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতি কিলো আলুর কাটমানি কালীঘাটে যাচ্ছে – বিস্ফোরক দিলীপ

প্রতি কিলো আলুর কাটমানি কালীঘাটে যাচ্ছে – বিস্ফোরক দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলছে। সম্প্রতি সংসদে কৃষি বিল পাশ করার উদ্যোগ নিতেই প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সাংসদ সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। আর তারপরেই এই বিলের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ইতিমধ্যেই গোটা রাজ্যে কৃষি বিল সহ একাধিক বিষয়ে তৃণমূল প্রতিবাদে গর্জে উঠতে শুরু করেছে।

কিন্তু কৃষি বিল সহ অন্যান্য বিষয়ে যখন বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে তৎপর তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই পাল্টা এই ব্যাপারে তৃণমূলকে আক্রমণ করে রীতিমত শোরগোল ফেলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন হলদিয়ার বাবুরহাট থেকে দাড়িবেড়িয়া পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। আর সেখানেই তার নেতৃত্ব দেন দিলীপবাবু। আর তারপরেই একটি সভা থেকে কৃষি বিলের সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিন দিলীপ ঘোষ বলেন, “চাষা কষ্ট করে চাষ করে। তারপর দালাল ফড়েদের বিক্রি করতে হয়। তাই তাদের হাতে এক পয়সাও থাকত না। 5 টাকায় আলু বিক্রি করেন কৃষকরা। বাজারে তা বিক্রি হয় 40 টাকায়। বাকি 35 টাকা প্রতি কিলো আলুর কাটমানি কালীঘাটে যাচ্ছে। দিদি, ভাইপোর কাছে যাচ্ছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূলের যারা দালাল, কৃষকদের টাকা লুট করে খেত, তারাই এখন কৃষি আইনের বিরোধিতা করছে।” অর্থাৎ কৃষি আইনের বিরোধিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতার ব্যাপারটিকে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা ইতিমধ্যেই তৃণমূল এই ইস্যু তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে তৎপর হয়েছে। তাই সেই দিকটায় যাতে তৃণমূল অনেকটাই বাধা পেতে শুরু করে, তার কারণে বিজেপির রাজ্য সভাপতি ময়দানে নেমে কৃষি আইনের পক্ষে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃনমূলের কাছে কাটমানি পৌঁছে যাচ্ছে বলে সরব হলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2021 বিজেপির কাছে বাংলা দখলের অন্যতম টার্গেট হিসেবে রূপায়িত হয়েছে। ইতিমধ্যে তারা নানা ব্লু প্রিন্ট করতে শুরু করেছেন। তাই সামনে যখন নির্বাচন, তখন তার আগে এইভাবে যদি বিজেপির বিরুদ্ধে অস্বস্তিমূলক ইস্যু সামনে আসতে শুরু করে, তাহলে বাংলার ক্ষমতা দখল করা বিজেপির পক্ষে চাপের হয়ে যাবে।

তাই এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যখন কৃষি আইনের বিরুদ্ধে সরব হচ্ছে, ঠিক তখনই সেই ব্যাপারে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কাটমানি আদায়ের অভিযোগ করে শাসকদলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখন তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কতটা চাপে পড়ে এবং এর কি প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!