এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া বাংলা আসছে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অনুপ্রবেশকারীদের করলেন সতর্ক

গেরুয়া বাংলা আসছে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অনুপ্রবেশকারীদের করলেন সতর্ক

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জি সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। যার পরেই তাতে স্বাক্ষর করে দিয়েছেন রাষ্ট্রপতি। ফলে সেই বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু প্রথম থেকেই এনআরসির বিরোধিতা করা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই সংশোধনী বিলের বিরুদ্ধে আপত্তি জানাতে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতার রাজপথে মিছিল করে এই বিলের বিরোধিতায় আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির একঝাঁক নেতৃত্ব অনুপ্রবেশকারী বাংলা ছাড়া করা হবে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বলে অভিযোগ করছেন। অর্থাৎ বিজেপি নেতৃত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অনুপ্রবেশকারীর ভোটব্যাঙ্কের উপরেই ভরসা করেছিলেন।

তাই নাগরিকত্ব সংশোধনী বিল আসায় অনুপ্রবেশকারীদের গায়ে আঁচড় পড়ার ভয়ে তিনি ভীত হয়ে আন্দোলনে নামছেন। এই পরিস্থিতিতে ফের নাগরিকত্ব সংশোধনী বিলের স্বপক্ষে একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

বস্তুত, এদিন যখন রানী রাসমণি রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখনই দিলীপ ঘোষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নিয়েই প্রশ্ন তুলে দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার মেদিনীপুরের নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে একটি সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেশদ্রোহীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জবাব দিন। ভারতে আসা শরণার্থীদের পাশে আমরা সব সময় আছি। এই আইনের ওপর ভর করে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের তোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চান। উনি এই আইন না মেনে বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চাইছেন। নাগরিকত্ব আইন হয়েছে। এরপরে এনআরসি হবে। এনআরসি হলেই সমস্ত অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠানো হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “উনি পাগল হয়ে গিয়েছেন। ভোট কমে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের কাঁধে ভর দিয়ে আর এগোতে পারবেন না। লাল বাংলা গেছে। সবুজ বাংলাও যাবে। এরপরে গেরুয়া বাংলা আসবে। 2021 এ তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ভারতের মানুষ কোনোদিন দেশদ্রোহীদের সমর্থন করেন না। আগামী বিধানসভাতে ভোটবাক্সে মানুষ এর জবাব দেবেন।”

বিশ্লেষকরা বলছেন, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে সওয়াল করে এসেছেন। বর্তমানে পথে নেমে বিজেপির বিরুদ্ধে এই ব্যাপারে সরব হতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচার যাতে বেশি দূর যেতে না পারে, তার জন্যই এবার অনুপ্রবেশকারীদের বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ করছেন বলে দাবি করলেন দিলীপ ঘোষ।

আর বঙ্গ বিজেপির সভাপতির এই দাবি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ। কেননা দিলীপ ঘোষের এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে তা তৃণমূল কংগ্রেসকে যে অত্যন্ত অস্বস্তিতে ফেলবে সেই ব্যাপারে নিশ্চিত, ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!