এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে।” এবার দলীয় নেতারাই তুলল আওয়াজ,শোরগোল বঙ্গ বিজেপিতে!

“দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে।” এবার দলীয় নেতারাই তুলল আওয়াজ,শোরগোল বঙ্গ বিজেপিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তিনি দলের রাজ্য সভাপতি। সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি‌। আর সেই দলের রাজ্য সভাপতির নাম যখন দিলীপ ঘোষ, তখন নেতা থেকে কর্মীরা তাকে সম্মান করে চলবেন, এটাই স্বাভাবিক। তবে প্রায় সকলকে চমকে দিয়ে এবার কার্যত তৃণমূল বিরোধী স্লোগানের বদলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরোধী স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। যেখানে স্লোগান উঠল, “দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে।” ভাবছেন তো, বিজেপি নেতা কর্মীরা কেন এরকম স্লোগান তুললেন? তাদের তো এখন “তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে” এই শ্লোগান চলা উচিত!

সেক্ষেত্রে নিজেদের দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে কেন এইরকম স্লোগান তোলার সাহস দেখালেন বিজেপি নেতা কর্মীরা? জানা গেছে, সম্প্রতি গলায় ফাঁস লাগিয়ে প্রয়াত হয়েছেন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। যার পরবর্তী সময় কালে বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ সংঘটিত হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি শুরু করেছে গেরুয়া শিবির। এমতবস্থায় কৃষ্ণগঞ্জের হাঁসখালি ব্লকে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই এক বিজেপি কর্মী স্লোগান দিতে গিয়ে “বন্দেমাতরম” বলার পরেই “দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে” স্লোগান দিয়ে ফেলেন। স্বাভাবিকভাবেই উপস্থিত বিজেপির অন্যান্য নেতাকর্মীরা নিজেদের রাজ্য সভাপতির বিরোধী স্লোগান দলের এক কর্মীর মুখ থেকে শুনে রীতিমত হকচকিয়ে যান। প্রকাশ্যে এভাবে তৃণমূল বিরোধী প্রতিবাদ সভা থেকে নিজেদের দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে এই রকম স্লোগান অস্বস্তিতে ফেলে দেয় ভারতীয় জনতা পার্টিকে।

এদিকে এই শ্লোগান ওঠার সাথে সাথেই পরিস্থিতি সামাল দিতে দেখা যায় উপস্থিত বিজেপি নেতাদের। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি বিজেপির অন্দরে দিলীপ ঘোষের বিরোধী নেতা কর্মীর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে? আর তাই তৃণমূল বিরোধী প্রতিবাদ সভা থেকেও দিলীপ ঘোষের বিরুদ্ধে শ্লোগান উঠছে? ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো গেরুয়া শিবিরকে চেপে ধরতে শুরু করেছে। তাদের বক্তব্য, বিজেপির মধ্যে যে ঐক্যের অভাব রয়েছে, তা বিজেপি কর্মীদের এই শ্লোগানের মধ্যে দিয়ে পরিস্কার হয়ে গেল।

 

ফলে যে বিজেপি 2021 এ ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা আগে নিজেদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে নিন। যে দলের কর্মীরা নিজেদের রাজ্য সভাপতিকে মানে না, সেই দল কি করে ক্ষমতায় আসবে! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহল। অনেকেই বলছেন, তৃণমূলের অনেকেই এখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে শুরু করেছেন। অনেকেই তৃণমূলে থাকার সময় দিলীপ ঘোষের বিরুদ্ধে শ্লোগান তুলেছেন। তাই তারা এখন বিজেপিতে গিয়ে নিজেদের বিজেপির স্লোগানের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। তাই দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি যে শ্লোগান তুলছে, তা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির বলেই দাবি রাজনৈতিক মহলের। এখন গোটা পরিস্থিতি বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলে, তার দিকেই নজর থাকবে সকলের।যদিও এই নিয়ে এখনো বিজেপি মুখ খোলেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!