এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হবেন কে? দিলীপের ভাগ্যে কি শিকে ছিড়ছে? জল্পনা তুঙ্গে

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হবেন কে? দিলীপের ভাগ্যে কি শিকে ছিড়ছে? জল্পনা তুঙ্গে


বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ জুড়ে। সোনা যাচ্ছে নতুন বছরেরে ৯ জানুয়ারি নতুন সভাপতি ঘোষণা হতে পারে। কিন্তু কে হতে পারেন নতুন সভাপতি? তা নিয়ে শুরু জোর জল্পনা। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খুলতে না চাইলেও বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ফের বিজেপির রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন দিলীপ ঘোষ। দিল্লি নেতৃত্বদের মুখে এখন নাকি তার নামটি ঘোরাফেরা করছে।

সূত্রের খবর, ২০২০ সালের ৯ জানুয়ারি কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। আর তিনি এই নিয়ে আলোচনায় বসবেন। আর তার পর নতুন সভাপতি ঘোষণা হবে। যদিও বিজেপির অন্দরে কয়েকজন নেতার দাবি অনেকেই রয়েছে সভাপতি পদের দৌড়ে কিন্তু সবাইকে পিছনে ফেলে নাকি এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষই। কারণ অবশ্য আছে। শীর্ষ নেতৃত্ব ২০২১ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে রেখেছেন। আর তাই এই মুহূর্তেই বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চাইছেন না। কেননা দিলীপবাবু এতদিন সংগঠন সামলেছেন। তিনি সংগঠনের সব জানেন। নতুন যিনি আসবেন তাঁর দলের ফাঁক ফোঁকর বুঝতেই অনেক সময় লেগে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই সব দিক থেকে বিচার করে আগামী ৯ জানুয়ারি ভূপেন্দ্র যাদব রাজ্যের একাধিক জেলা সভাপতি এবং দলের সাধারণ সম্পাদক, সহ-সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন আর তাদের সম্মতি মিললে দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হবে।

তবে দলের একাংশ বলছেন উপনির্বাচনে ভরাডুবির পর আর দিলীপবাবুর উপর কোনো ভরসা নেই দিল্লির নেতাদের। আর তাই এবার আর শিকে ছিঁড়ছে না দিলীপ ঘোষের ভাগ্যে। কে ঠিক কে ভুল তা জানার জন্য আপাতত চোখ রাখতে হবে ৯ জানুয়ারির দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!