এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপের মধ্যাহ্নভোজে ২ প্রভাবশালী তৃণমূল নেতার তীব্র বিক্ষোভ! পাল্টা দিলেন বিজেপি সভাপতিও!

দিলীপের মধ্যাহ্নভোজে ২ প্রভাবশালী তৃণমূল নেতার তীব্র বিক্ষোভ! পাল্টা দিলেন বিজেপি সভাপতিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। দার্জিলিং থেকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় হেনস্তার শিকারও হতে হয়েছে তাকে। আর হেনস্থার মুখোমুখি হয়েও দমে যাননি বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, “এবার থেকে প্রতিরোধ হবে।” আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা বৃদ্ধি পাচ্ছে শাসক-বিরোধীদের মধ্যে। আর এবার মধ্যাহ্নভোজ করার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বাড়িতে মধ্যাহ্নভোজ করছিলেন দিলীপবাবু। আর তখনই বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা‌। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কি এমন কারণে বিজেপির রাজ্য সভাপতি যে বাড়িতে মধ্যাহ্নভোজ করছিলেন, সেই বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলার?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “দিলীপবাবু যার বাগান বাড়িতে এসেছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনকে প্রতারিত করে ওই জায়গা দখল করে রেখেছেন। সেকথা দিলীপবাবুকে জানাতেই আমরা এসেছি।” কিন্তু তিনি যে বাড়িতে মধ্যাহ্নভোজে গেলেন, সেখানে তৃণমূলের 2 কাউন্সিলরের বিক্ষোভ কি তাকে সমস্যায় ফেলল না? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিষ্ণুপুরে কোনো বিক্ষোভ হয়েছে কিনা জানি না। হাতি বাজারে ঢুকলে অনেকেই ঘেউ ঘেউ করে।”

এদিকে যে বাড়ির জায়গা নিয়ে সব থেকে বেশি বিতর্কের অভিযোগ তুলেছেন তৃণমূলের দুই নেতা, সেই বাড়ির মালিক কি বলছেন? এদিন এই প্রসঙ্গে পরিবারের তরফে মহুল ঘোষ বলেন, “ঘরের বাইরে কি ঘটেছে জানি না। তবে এটা আমাদের নিজস্ব সম্পত্তি। আইনত কোনো জটিলতা নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রায় সব জায়গাতেই শাসক দলের নেতারা গেলে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা, ঠিক তেমনই বিরোধী দলের নেতারা গেলে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দলের নেতাকর্মীরা। আর দিলীপ ঘোষ মধ্যাহ্নভোজনের যাওয়ার সাথে সাথেই যেভাবে সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে জায়গা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস, তাতে দিলীপ ঘোষের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!