এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমন করে বাংলাকে এবার ইরাক-সিরিয়ার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমন করে বাংলাকে এবার ইরাক-সিরিয়ার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ঘটনায় গ্রেফতারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি জুড়ে তুমুল হইচই। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার ফল, রাতারাতি গ্রেপ্তার হলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংবাদিক সন্ময় বন্দোপাধ্যায়। সাইবার ক্রাইমের অভিযোগে আগড়পাড়া থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস নেতার গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব।

এবার এই গ্রেপ্তারি ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বাম কংগ্রেসের সাথে একসারিতে এল বিজেপি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শাসক সরকারকে তীব্র কটাক্ষ করে বললেন, এ রাজ্যে যা হচ্ছে তা ইরাক-সিরিয়ার সমতুল্য। রাজ্য সরকারের স্বৈরাচার শেষ সীমায় পৌঁছে গেছে। এমনকি সন্ময় বন্দোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ তাঁর পরিবারকে আইনি সহায়তা দেবার আশ্বাসও দেন।

এদিন দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে স্বৈরাচারী শাসক। সন্ময় বন্দোপাধ্যায়ের মত নেতাকে তুলে নিয়ে গেছে রাতারাতি। প্রসঙ্গত শনিবার কংগ্রেস নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং অগ্নিমিত্রা পাল। এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এ রাজ্যে কোন কাজ হয়না। সন্ময়বাবু নিজের লেখায় মুখ্যমন্ত্রীর কাজের সমালোচনা করেছিলেন তীব্র ভাষায়। তাই তাঁকে গ্রেফতার করা হলো বলে জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন জয়প্রকাশ মজুমদার আরও বলেন, ‘গণতন্ত্রের সমালোচনা করার অধিকার থাকবে না! সেই অধিকারেই তো তাঁর লেখনী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছিলেন সন্ময়বাবু। তিনি তো মমতাদেবীর মতো বিধানসভা ভাঙচুর করেননি। সামাজিক মাধ্যমে তাঁর লেখনী গর্জে উঠেছে, তাতেই সাইবারক্রাইমের অপরাধে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল।’

সন্ময়বাবুর গ্রেপ্তারের প্রতিবাদে একযোগে সোচ্চার হয়েছে বাম কংগ্রেস বিজেপি নেতারা। আগরপাড়ার বাড়ি থেকে সন্ম‌‌‌য় বাবুকে তুলে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে শনিবার খড়দা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস সমর্থকরা। অন্যদিকে, মৌলালি মোড়ে অবরোধ করে কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করার।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত মুখ সন্ময় বন্দ্যোপাধ্যায়। নানান সাম্প্রতিক বিষয় নিয়ে সেখানে নিয়মিত পোস্ট করতেন তিনি। শাসকদলের বিরুদ্ধে রীতিমতো চাঁচাছোলা ভাষায় সমালোচনা করতেন তিনি। আর সেই অভিযোগেই কংগ্রেস কাউন্সিলরকে পুরুলিয়া থানার পুলিশ এসে রাতারাতি তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বাম ও কংগ্রেসের সাথে একই সুরে সুর মিলিয়ে বিজেপিও প্রতিবাদে সোচ্চার হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!