মুকুল-শোভনকে ঘিরে বিতর্কিত ‘সাক্ষাৎকার’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ কলকাতা বিশেষ খবর রাজ্য September 9, 2019 আজ সকাল থেকেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিস্ফোরক ইন্টারভিউ নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। কলকাতার এক নামি পোর্টালের এক প্রখ্যাত সাংবাদিক এক ইন্টারভিউ প্রকাশ করেন এবং সেই ইন্টারভিউ এ দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে শোভন চট্টোপাধ্যায়, অর্জুন সিং থেকে তাঁর নিজের বিতর্কিত কথা বলা – বিভিন্ন বিষয়ে তাঁকে এক্সক্লুসিভলি বহু অজানা কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই সেই খবর প্রকাশিত হওয়ার পর ঝড় উঠে যায় রাজনীতিতে। সেই ইন্টারভিউ অনুযায়ী, দিলীপবাবু মুকুল রায় সম্বন্ধে যেসব কথাবার্তা বলেছেন তা রীতিমত ‘অপমানজনক’ বলেই অভিমত রাজনৈতিক মহলের। সেখানে তিনি দাবি করেছেন, মুকুলবাবুর নাকি কোন ভ্যালু নেই, তিনি বিজেপিতে যোগ দিয়ে দাবি করেছিলেন তাঁর সঙ্গে অন্তত 50 হাজার লোক যোগদান করবে, কিন্তু তিনি 500 লোকও আনতে পারেননি। বর্তমানে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের যতটা গুরুত্ব আছে, মুকুল রায়ের নাকি ততটা গুরুত্ব নেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এর পাশাপাশি সদ্য বিজেপিতে যোগ দেওয়া আরেক হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায় সম্বন্ধে নাকি দিলীপবাবু মন্তব্য করেন, শোভনবাবুর ভ্যালু জিরো হয়ে গেছে। তিনি বৈশাখীদেবীর কব্জায় আছেন। বৈশাখীদেবীর কব্জা থেকে তিনি না বের হতে পারলে, বিজেপিতে তিনি কোনও কাজেই নাকি লাগবেন না। এমনকি দিলীপবাবু কেন বিভিন্ন সময় বিতর্কিত কথা বলেন সেই সম্পর্কেও তিনি নাকি খোলাখুলি কথা বলেছেন সেই ইন্টারভিউতে। সেখানে তিনি জানিয়েছেন গন্ডগোলের কথাবার্তা বললে মিডিয়া কভার করে এবং সেখান থেকে তিনি তো প্রচার পানই, আর প্রচার পায় তাঁর দল। এদিন এই প্রসঙ্গে কলকাতার এক নামী সংবাদমাধ্যমের ডিজিটাল প্রতালে প্রকাশিত খবর অনুযায়ী, এই প্রসঙ্গে তাঁরা দিলীপবাবুর সঙ্গে যোগাযোগ করেন। দিলীপবাবু নাকি স্পষ্ট ওই সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, যে কথা লেখা হয়েছে, ওই রকম কথা কোনও সাক্ষাত্কারে আমি বলিনি। যিনি লিখেছেন, তিনি নিজের মতো করে লিখে দিয়েছেন। প্রসঙ্গত, বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী, হোয়াটস্যাপে এক প্রেস বার্তায় স্পষ্ট জানিয়ে দেন, এই সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভ্রান্ত এবং যারা এই ধরনের খবর প্রকাশিত করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনার মতামত জানান -