এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলই বলছে বাংলায় সন্ত্রাস চলছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

তৃণমূলই বলছে বাংলায় সন্ত্রাস চলছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের


আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এতদিন ধরে রাজ্যের সম্মিলিত বিরোধী শক্তি দাবি করছিল রাজ্যের শাসকদল লাগামছাড়া সন্ত্রাস করছে, আর এবার রাজ্যের শাসকদলই মেনে নিল রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে বলে বিস্ফোরক দাবি করলেন রাজ্যে গেরুয়া শিবিরের সেনাপতি দিলীপ ঘোষ। গতকাল মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যে পঞ্চায়েত মনোনয়নপর্বে উঠে আসা সন্ত্রাসের রাজনীতির প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সন্ত্রাস করছে তৃণমূল, এবার সময় এসেছে বিজেপিকে নিয়ে নয়, তৃণমূল নিজেদের নিয়ে ভাবুক। তিনি আরো জানান যে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে আসে অথচ পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তৃণমূল কংগ্রেসই ৩৪% আসনে জিতে বসে আছে। এসব ‘নাটক’ নাকি সাধারণ মানুষের বুঝতে আর বাকি নেই! প্রসঙ্গত, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কাছে বিজেপির এক প্রতিনিধিদল পঞ্চায়েতের মনোনয়ন পর্বে আক্রান্ত প্রার্থীদের নিয়ে গিয়ে দরবার করেছিল, আর তারই পাল্টা হিসাবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরও এক সাংসদীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বিজেপি সন্ত্রাসের ছবি তুলে দেখা করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই প্রসঙ্গেই দিলীপবাবু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন কোথাও সন্ত্রাস নেই। পঞ্চায়েত নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে চলছে। আবার তাঁর দলের সাংসদরাই দিল্লি গিয়ে বলে এসেছেন পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে। তাঁদের কথাতেই রয়েছে দ্বিচারিতা। মানুষ বুঝে নিক কারা সন্ত্রাস চালাচ্ছে। আসলে তৃণমূল বিজেপির অনুকরণেই দিল্লীতে নাটক করতে গেছে। দিল্লীতে গিয়ে বলেছে বিজেপি সন্ত্রাস ছড়াচ্ছে। তবে এসব করে রক্ষা পাবে না তৃণমূল। বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দিয়ে দিল্লিতে গিয়ে যতই নাটক করবে ততোই শক্ত হবে বাংলায় বিজেপির জমি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্ব বঙ্গ-বিজেপিকে টার্গেট দিয়েছিল যাই হয়ে যাক ১০০% আসনে প্রার্থী দিতে হবে, কিন্তু ‘শাসকদলের সন্ত্রাসের’ কারণ তা সম্ভব হয় নি বলে বঙ্গ বিজেপি নেতৃত্ত্ব অমিত শাহদের জানিয়েছিল। আর তাই প্রতিটি সভাতেই নিয়ম করে এখন দিলীপবাবুরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের ‘সন্ত্রাসের’ ছবি তুলে ধরছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!