এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের বাইরে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ দিলীপ ঘোষের

রাজ্যের বাইরে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ দিলীপ ঘোষের


করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনের কারণে অনেক মানুষ এখন নিজের রাজ্যের বাইরে রয়েছেন। কেননা ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা ভাবতে পারেনি যে, এইরকম দিন এবং সময় তাদের দেখতে হবে। যার ফলে হঠাৎই করোনা ভাইরাসের উপদ্রবের কারণে সামাজিক দূরত্বকে মান্যতা দিতে জারি করা হয় লকডাউন। আর তারপর থেকেই ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা চরম সমস্যায় রয়েছেন।

তবে তৃতীয় পর্যায়ে লকডাউনের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেখা যাওয়ায় সেই পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার সম্ভাবনা প্রবল হয়। তবে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি কেন্দ্রের পক্ষ থেকেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করেন যে, পশ্চিমবঙ্গ সরকার সঠিক মাত্রায় ট্রেন চাইছে না। যার ফলে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরতে অসুবিধে হচ্ছে।

শুধু তাই নয়, সেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে না আনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত সরব হতে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপিকে। আর এবার সেই পরিযায়ী শ্রমিকদের আনতে অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন ভিন রাজ্যে আটকে থাকা প্রচুর শ্রমিকের নামের তালিকা রাজ্য সরকারের কাছে মেইল করেন বিজেপির রাজ্য সভাপতি। আর তার পরেই তিনি বলেন, “মোট তিন লক্ষ 29 হাজার লোকের নামের তালিকা সহ সমস্ত তথ্য রাজ্য সরকারকে মেইল করেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানান, “এদের মধ্যে 90% স্বর্নশিল্পী রয়েছেন। যারা বিভিন্ন রাজ্যে আটকে আছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে দুটি ট্রেন চেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দেওয়ার পর আরও আটটি ট্রেন চেয়েছে। অথচ পশ্চিমবঙ্গের জন্য মোট 16 টি ট্রেন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে এই পরিস্থিতিতে একে অপরের সঙ্গে হাতে হাত ধরে করোনাকে বধ করা উচিত। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে শাসক-বিরোধী তরজা সামনে আসছে।

তবে এবার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরত না আনা নিয়ে যখন বিজেপির পক্ষ থেকে ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করা হচ্ছে, ঠিক তখনই মানবিক ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। যেখানে তিনি কার্যত শ্রমিকদের নামের তালিকা তুলে ধরে রাজ্য সরকারকে মেইল করে শ্রমিকদের ফেরত আনার ব্যাপারে দাবি জানালেন।

অর্থাৎ এই কাজ করে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের সরকারকে সাহায্য করার বার্তা দিলেন, ঠিক তেমনই নিজেদের শ্রমিকদরদী ভাবমূর্তি প্রকাশ্যে নিয়ে আসলেন বলেই মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, লকডাউনের জেরে আপাতত কাজকর্ম বন্ধ থাকায়, বাইরের রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সঞ্চয় কার্যত শেষ। তাই যে করেই ঘরে ফিরতে মরিয়া তাঁরা। এখন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরত আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!