এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ কান্ড কার্যত মুকুল রায়ের ‘অগ্নিপরীক্ষা’ স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ! বাড়ল আরও জল্পনা

নারদ কান্ড কার্যত মুকুল রায়ের ‘অগ্নিপরীক্ষা’ স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ! বাড়ল আরও জল্পনা

নারদা তদন্তে আইপিএস এস এম এইচ মির্জার গ্রেফতারের ঘটনায় সম্প্রতি বাংলার রাজনীতিতে চলেছে উথাল-পাথাল। নারদ স্টিং অপারেশন হয় 2016 সালে। ম‍্যাথু স‍্যামুয়েলের নেতৃত্বে অপারেশনের ভিডিও ফুটেজ থেকেই জড়িত থাকার অভিযোগে বেরিয়ে পড়ে একের পর এক তৃণমূল নেতা থেকে শুরু করে আইপিএস অফিসারের নাম। রাজনৈতিক ব্যক্তিরা ছাড়া একমাত্র পুলিশ অফিসার এস এম এইচ মির্জাকে ঘুষ নিতে দেখা গেছে বলে জানা যায়।

অন্যদিকে, মির্জা গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই আরেকটি উল্লেখযোগ্য নাম উঠে আসে তদন্তে। বর্তমানে রাজ্যের বিজেপি নেতা মুকুল রায়ের। মুকুল রায় যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তীরকে খারিজ করে দিয়ে – তিনি যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তা বারেবারে বলছেন। এ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য হলো নারদ কান্ড ওঠা অভিযোগকে মুকুল রায়কেই ভুল প্রমাণ করতে হবে। মুকুল রায় সম্পর্কে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায়ের পাশে আছি। তবে এটা যেহেতু ব্যক্তিগত বিষয়। তাই তাকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। তিনি তা করছেন।’

প্রসঙ্গত মির্জা গ্রেপ্তার হওয়ার পর এই তদন্তে মুকুল রায়ের নাম উঠে আসে। এবং তারপরেই বিজেপি নেতাকে সিবিআই হাজিরার জন্য নোটিশ পাঠায়। প্রথম নোটিশে মুকুল রায় ব্যস্ত আছেন বলে হাজিরা দেননি। পরবর্তীতে অবশ্য তিনি সিবিআই অফিসে যান এবং মির্জার মুখোমুখি হয়ে সিবিআইয়ের জেরার জবাব দেন। মুকুল রায়ের প্রতি অভিযোগ ওঠে, তাঁর ফ্ল্যাটে বসেই কোটি টাকার লেনদেন হয়েছে। আর তাই রাজনৈতিকমহলে তীব্র জল্পনা, মুকুল রায় যদি নারদ কাণ্ডে নিজেকে নির্দোষ প্রমান করতে না পারেন, তাহলে হয়ত দিলীপ ঘোষরা তাঁকে ছেঁটে ফেলতে কি দুবার ভাববেন না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শনিবার মুকুল রায়কে সিবিআই জেরায় এই টাকা লেনদেনের কথা জিজ্ঞাসা করেছে বলে সূত্রের খবর। পরবর্তীতে ঘটনার পুনঃ নির্মাণ করতে মির্জা সহ সিবিআই মুকুল রায়ের ফ্ল্যাটে হানা দেয়। তদন্তকারী অফিসাররা চলে যেতেই মুকুল রায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কোনও ফুটেজে আমাকে টাকা নিতে দেখা যায়নি।’ তিনি এও দাবি করেন, ‘ভিডিওয় কোথাও টাকা নিতে দেখা গিয়ে থাকলে, শাস্তি মাথা পেতে নেব।’

মুকুল রায় কে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্যকে মুকুল রায় সমর্থন করে বলেন ‘দিলীপ ঘোষ যা বলেছেন তা ঠিক। আমি নির্দোষ, আমাকেই প্রমাণ করতে হবে। নারদা তদন্তে সবাই প্রভাবশালী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক কিছু হচ্ছে। মুকুল রায়কে কালিমা লিপ্ত কর, বিজেপিকে কালিমালিপ্ত কর। এটাই করা হচ্ছে।’ তবে মুকুল রায় এদিনও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবিতে মুখর হয়েছেন।

মুকুল রায়ের কি হবে তা পরবর্তীকালে তদন্তে উঠে আসবে। তবে বিজেপি যে এই তদন্তে কোনো রকম প্রভাব খাটাচ্ছে না বা আগামীদিনেও কাউকে আড়াল করতে চাইবে না, তা বিজেপি রাজ্য সভাপতির কথাতেই স্পষ্ট। ফলে, নারদ তদন্তে নিজেকে নির্দোষ প্রমান করার ‘অগ্নিপরীক্ষা’ মুকুল রায়কে নিজেকেই দিতে হবে তা স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে, শুধুমাত্র বিজেপি নেতা বলেই যে সিবিআই মুকুল রায়কে কোনোরকম রেয়াত করবে না, তা মির্জার গ্রেপ্তারির পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপেই স্পষ্ট। সব মিলিয়ে নারদ কাণ্ডে মুকুল রায়ের উপর চাপ ক্রমশ বাড়ছে বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!