এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, কেন! জেনে নিন বিস্তারিত

দিলীপ ঘোষকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, কেন! জেনে নিন বিস্তারিত


 

রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের বিপাকে পড়তে হয়। কখনও বিরোধী দলের নেতা-নেত্রীদের দ্বারা হেনস্থার শিকার হওয়া, আবার কখনও বা কালো পতাকা দেখার মত অভিজ্ঞতা হেভিওয়েট রাজনীতিবিদদের রয়েছে। এবার কালো পতাকা এবং গো ব্যাক স্লোগানের সাক্ষী হয়ে থাকলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অতীতে যে তিনি এমন অভিজ্ঞতা অর্জন করেননি, তা নয়।

কিন্তু এবার নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে অভিনন্দন যাত্রা করতে গিয়ে এরূপ রাজনৈতিক আক্রমণের শিকার হলেন বিজেপি রাজ্য সভাপতি। সূত্রের খবর, সোমবার সকালে বারুইপুরে নিউ ইন্ডিয়ান মাঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিনন্দন সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু এলাকায় দীলিপবাবু আসছেন শুনেই তাকে কালো পতাকা দেখান কিছু মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন বারুইপুরের কাছারি বাজার সংলগ্ন রেল উড়ালপুলের কাছে স্থানীয় বাসিন্দাদের অনেকে জাতীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে হাজির হয়েছিলেন। দুপুর দুটোর পর দীলিপবাবুর গাড়ি সেই উড়ালপুল দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দিতে দেখা যায় একাংশকে। যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহ্বান জানালেও, তাতে পরিস্থিতি শান্ত হতে দেখা যায়নি।

তবে এদিন সেই অভিনন্দন সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দিদিমনির ঘুম নেই। তাই ঝাড়খন্ড ঘুরে বেড়াচ্ছেন। বিজেপির গুঁতোতে উনি বাড়িতে থাকতে পারছেন না। এনআরসি এবং সিএএর বিরোধিতা মানে দেশের সংবিধানের বিরোধিতা করা। আমরা বাড়ি বাড়ি গিয়ে সকলকে নাগরিকত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহীতার কাজ করছেন।”

এদিকে দিলীপ ঘোষ যখন অভিনন্দন সভা থেকে বক্তব্য রাখছেন, ঠিক তখনই বারুইপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এনআরসির বিরুদ্ধে একটি মিছিল করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিকে শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের কর্মসূচিতে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য প্রথম থেকেই সজাগ দৃষ্টি ছিল প্রশাসনের। তবে দিনের শেষে বিজেপির রাজ্য সভাপতিকে একাংশ কালো পতাকা দেখানোয় ও গো ব্যাক স্লোগান তলায় পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!