এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নয় মাস পর বাংলায় সরকার গড়বে বিজেপি! দাবি হেভিওয়েট নেত্রীর!

নয় মাস পর বাংলায় সরকার গড়বে বিজেপি! দাবি হেভিওয়েট নেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ক্ষমতা দখল তাদের কাছে প্রধান টার্গেট। 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন তারা ময়দানে নামতে শুরু করেছে। লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পরেই আরও বেশি করে বিভিন্ন জায়গায় কখনো ভার্চুয়াল সভা, আবার কখনও বা দলবদলের মধ্যে দিয়ে তৃণমূলকে চাপে রাখছে ভারতীয় জনতা পার্টি। যেনতেন প্রকারেণ 2021 এ তৃণমূলকে সরানোই তাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ।

আর এই পরিস্থিতিতে এবার নয় মাস পরেই বাংলায় বিজেপি সরকার গড়বে বলে দাবি করলেন বিজেপির নতুন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর দাসপাড়া এলাকায় বিজেপি কর্মী প্রতিমা রুইদাসের উপর তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে হুমকি এবং নির্যাতনের অভিযোগ ওঠে। এদিন সেই এলাকায় গিয়ে নির্যাতিত গৃহবধূর পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন অগ্নিমিত্রা দেবী।

তিনি বলেন, “মহিলাদের উপর তৃণমূলের ছেলেদের যে অত্যাচার, আমরা তার বদলা নেব। মুখ্যমন্ত্রী যে সব লোকেদের দলে জায়গা দিয়েছে, তা অত্যন্ত লজ্জার ব্যাপার। আগামী 9 মাস পর আমরা নতুন সরকার করছি। শুধু আমরা একা নই, সাধারণ মানুষ প্রস্তুত। তারাও সাথে আছেন। এখন মানুষ চাঁদে গিয়ে বাস করার চিন্তাভাবনা করছে। আর পশ্চিমবাংলা এমন একটি রাজ্য, যেখানে হুমকি দিয়েও দুষ্কৃতীরা পার পেয়ে যাচ্ছে। 9 বছর আমরা অত্যাচার সহ্য করেছি। আর না। এবার পাল্টা দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় এলে বদল যেমন হবে, ঠিক তেমনি যারা এখন তাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে বদলাও নেবেন। আর এবার বিজেপি নতুন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল সেই একই কথা বলে বুঝিয়ে দিলেন যে, 9 মাস পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং তারা অত্যাচারীদের বিরুদ্ধে বদলা নেবেন।

একাংশ বলছেন, বিজেপি কার্যত আত্মপ্রত্যয়ী যে তারা এবার বাংলার ক্ষমতায় আসছে। আর তাই এখন থেকেই তৃণমূলের বিরুদ্ধে রীতিমত আক্রমণ করাকে বাড়িয়ে দিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যাচ্ছে বিজেপির হেভিওয়েট নেতা নেত্রীদের। তবে দিলীপ ঘোষ থেকে শুরু করে সায়ন্তন বসু, এমনকি অগ্নিমিত্রা পাল এবার রাজ্যের ক্ষমতায় আসার ব্যাপারে আত্মপ্রত্যয়ী মনোভাব পোষন করলেও, ভোটবাক্স কি বলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!