এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জুতো পড়ে পতাকা উত্তোলন করে ‘অমর’ স্লোগান! দিলীপ ঘোষের সৌজন্যে বিজেপির ‘নাককাটা’ অব্যাহত!

জুতো পড়ে পতাকা উত্তোলন করে ‘অমর’ স্লোগান! দিলীপ ঘোষের সৌজন্যে বিজেপির ‘নাককাটা’ অব্যাহত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় তার নানা বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। কিন্তু স্বাধীনতা দিবসেও দিলীপ ঘোষের মুখ থেকে যে এমন বাক্যবাণ নির্গত হবে, তা সত্যিই কল্পনা করেননি কেউ। অতীতে গরুর দুধে সোনা থেকে শুরু করে গোমূত্র পান, নিয়ে নানা মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেও “প্রধানমন্ত্রী অমর রহে” বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ।

আর এবার ভারতবর্ষের স্বাধীনতা দিবসে “স্বাধীন ভারত অমর রহে” বলে মন্তব্য করে রীতিমত সমালোচনার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। জানা গেছে গত তিনদিন ধরে ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ফলে, শনিবার 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোর সংঘ এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কিন্তু পতাকা উত্তোলন করার সময় তার পায়ে ছিল জুতো।

স্বাভাবিক ভাবেই জুতো পড়ে দেশমাতৃকার জাতীয় পতাকা উত্তোলন করা নিয়ে দিলীপ ঘোষের আচরণ সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন দেশের নাগরিক হিসেবে দিলীপ ঘোষের এইটুকু জ্ঞান নেই, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নানা মহলে। আর এই ঘটনার পরেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে “স্বাধীন ভারত অমর রহে” বলে শ্লোগান দিয়ে ফেললেন বিজেপি রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অতীতে দিলীপবাবু নানা বিতর্কিত মন্তব্য করলেও এবার তার এই আচরন এবং মন্তব্য সমস্ত কিছুকে ম্লান করে দিয়েছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। এই ধরনের ঘটনায় বিজেপি যে এখন চরম অসুবিধায় পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এদিন এই প্রসঙ্গে মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেত্রী মহুয়া গোপ বিস্ফোরকভাবে মুখ খুলেছেন।

এদিন তিনি বলেন, “জাতীয় পতাকা আমাদের সবার ঊর্ধ্বে। জুতো পড়ে জাতীয় পতাকা উত্তোলন করে উনি অসম্মান করেছেন। ওনার মত একজন নেতার পক্ষে এটা উচিত হয়নি। যারা জাতীয় পতাকাকে সম্মান জানাতে জানে না, তারা কিভাবে মানুষকে সম্মান করবে!” সত্যিই তো তাই! কেন দিলীপ ঘোষের মত নেতা এই ধরনের আচরণ করলেন! এদিন এই প্রসঙ্গে দিলীপবাবু অবশ্য আর তাঁর কোনো প্রতিক্রিয়া দেননি।

তবে গোটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষের এই রকম আচরণ এবং মন্তব্যে প্রবল চাপে পড়বে, সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। এমনকি এই নিয়ে দলেরই একাংশ প্রবল ক্ষুব্ধ! এমনিতেই তৃণমূল বিজেপিকে ‘বাঙালি বিরোধী’ বলে প্রচার শুরু করেছে, সেখানে রাজ্য সভাপতির এহেন কাজ ও বক্তব্য যে আরও চাপ বাড়াবে সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিতর্ক তৈরি হওয়ার সাথে সাথেই পরিস্থিতি সামাল দিতে গেরুয়া শিবির কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!