এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘ধার’ করে রাজ্য চালানো মমতার আমপান-প্যাকেজ নিয়ে একাধিক বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন দিলীপ!

‘ধার’ করে রাজ্য চালানো মমতার আমপান-প্যাকেজ নিয়ে একাধিক বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন দিলীপ!


একদিকে কেন্দ্রীয় সরকারে নিজেদের বর্ষপূর্তির সাফল্য তুলে ধরা এবং অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে করোনা পরিস্থিতি এবং ভয়াবহ দুর্যোগ আমপানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। আর এই পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বারেবারে সরব হচ্ছেন বিজেপি নেতা-নেত্রীরা।

আর এবার এরকমই একটি বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সূত্রের খবর, এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের প্যাকেজকে সামনে এনে সোচ্চার হোন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমপান মোকাবিলায় 6,500 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছেন। অথচ সেই টাকা কোথা থেকে আসবে, তার ঠিক নেই! এদিকে ধার করে রাজ্য চালাচ্ছেন, আর বড় বড় প্যাকেজ ঘোষণা করছেন। বাস্তবায়ন কিভাবে হবে, তার কোনো দিশা নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করোনা মোকাবিলায় এবং অন্যদিকে ভয়াবহ দূর্যোগ সামলাতে গিয়ে বারে বারে অর্থনৈতিক অবস্থার করুণ পরিণতির কথা তুলে ধরেছেন। আর এবার যখন 6,500 কোটি টাকার প্যাকেজের কথা ঘোষণা করছেন, তখন সেই টাকার উৎস কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপবাবু আরও বলেন, “আমপানের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন নবান্নের 14 তলা থেকে কত ক্ষতি হয়েছে। অথচ মুখ্যসচিব জেলা প্রশাসকদের কাছে আজকের মধ্যে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন। তাহলে সেদিন মুখ্যমন্ত্রী তথ্য হাতে না নিয়ে ক্ষতির কথা কীভাবে বললেন!” এদিকে ইতিমধ্যেই দ্বিতীয়বার ক্ষমতায় আসা নরেন্দ্র মোদি সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এদিন সেই প্রসঙ্গে কেন্দ্রের সাফল্যের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “দেশে করোনায় মৃত্যুর হার সবথেকে কম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টি এবং সঠিক পরিকল্পনার কারণেই সঠিক মোকাবিলা হচ্ছে। তিনি একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন।” এছাড়াও 370 ধারা বাতিল, রাম মন্দির নির্মাণের ছাড়পত্র, তিন তালাক তুলে দেওয়া সহ একাধিক সাফল্যের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ এবং অন্যদিকে নিজেদের কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!